Election Commission: শুক্রবার ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য মাসব্যাপী বিশেষ ভোটার তালিকা সংশোধন (এসআইআর) অভিযান সম্পন্ন হয়েছে। এই সংশোধন প্রক্রিয়ার অধীনে, আপডেট যাচাইকরণের মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়ায় বিহারের ভোটার তালিকা থেকে বিপুল পরিমাণে ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কায় উত্তাল সংসদ। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে রাহুল গান্ধী নির্বাচনী কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। তিনি বলেন, "নির্বাচন কমিশনে যাঁরা এই SIR প্রক্রিয়ায় যুক্ত, উপর থেকে নিচ পর্যন্ত, কাউকে ছাড়া হবে না। আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন। এটা দেশদ্রোহিতার চাইতে কোন অংশে কম কিছু নয়।" এর আগে সংসদের দুই কক্ষেই বিরোধী দলগুলির জোরালো স্লোগান ও বিক্ষোভ দেখা যায়। ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা সংসদ ভবনে মবিক্ষোভ প্রদর্শন করেন এবং বিহারে ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে সংসদে আলোচনা দাবি করেন।
শুক্রবার (১ আগস্ট) ভারতের নির্বাচন কমিশন (ECI) বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিগত এক মাস ধরে চলা ‘ভোটার তালিকায় বিশেষ সংশোধন’ (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার পর এই তালিকা প্রকাশ করা হল। তবে কোনো চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ্যে আনা হয়নি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জুন মাসে SIR প্রক্রিয়া শুরুর আগে বিহারে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৭.৯৩ কোটি। এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন খসড়া তালিকায় কতজন ভোটার অন্তর্ভুক্ত আছেন তা এখনও জানানো হয়নি।
এই খসড়া তালিকা প্রকাশের মাধ্যমে ‘দাবি ও আপত্তি’ (claims and objections) পর্ব শুরু হয়েছে, যা চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে, যাদের নাম ভুলভাবে বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এই খসড়া তালিকান কপি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে বিলি করা হবে।
ECI সূত্রে জানা গেছে, ২৫ জুলাই পর্যন্ত ৭.২৩ কোটি ভোটার ফর্ম জমা দিয়েছেন। অন্যদিকে, ৩৫ লক্ষ ভোটারকে "স্থায়ীভাবে স্থানান্তরিত বা অনুপস্থিত" হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া, ২২ লক্ষ মৃত ভোটার এবং ৭ লক্ষ দ্বৈত তালিকাভুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। প্রায় ১.২ লক্ষ ভোটার কোনও ফর্ম জমা দেননি বলেও কমিশন জানিয়েছে।
কমিশনের এক আধিকারিক বলেন, "এই SIR প্রক্রিয়ার লক্ষ্য হচ্ছে একটি নির্ভুল ও আপডেটেড ভোটার তালিকা তৈরি করা, যাতে আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সমস্ত দাবি ও আপত্তি খতিয়ে দেখার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।"