Vice President Election News: কে হবেন ধনখড়ের উত্তরসূরী? দেশের নজর উপরাষ্ট্রপতি নির্বাচনে

Vice President Election News: শুক্রবার (১ আগস্ট) নির্বাচন কমিশন জানিয়েছে দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচণের দিনক্ষণ ঘোষণা করল। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২১ জুলাই হঠাৎ করেই পদত্যাগ করেন।

Vice President Election News: শুক্রবার (১ আগস্ট) নির্বাচন কমিশন জানিয়েছে দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচণের দিনক্ষণ ঘোষণা করল। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২১ জুলাই হঠাৎ করেই পদত্যাগ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Jagdeep Dhankhar, Vice President resigns, health reason, Article 67(a), President Droupadi Murmu, Narendra Modi, India politics, Dhankhar resignation letter

ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

Vice President Election News: শুক্রবার (১ আগস্ট) নির্বাচন কমিশন জানিয়েছে দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ২১ জুলাই হঠাৎ করেই পদত্যাগ করেন। তাই, তাঁর পদত্যাগের পর পদটি শূন্য হয়ে যায়। নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ৭ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর পরে, ৯ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisment

নির্বাচন কমিশন উপরাষ্ট্রপতি নির্বাচনের সম্পূর্ণ নির্ঘন্ট প্রকাশ করেছে। এই নির্দেশ অনুসারে, ৭ আগস্ট বিজ্ঞপ্তি জারি করা হবে। ২১ আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। প্রার্থীরা ২৫ আগস্টের মধ্যে তাদের নাম প্রত্যাহার করতে পারবেন। ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যায় ভোট গণনা হবে এবং ফলাফলও ঘোষণা করা হবে।

ভিনরাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে সরব অমর্ত্য সেন, নোবেলজয়ী অর্থনীতিবিদের মন্তব্য জোর চর্চায়!

Advertisment

উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?

ভারতে, উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। এতে, লোকসভা এবং রাজ্যসভার সকল সাংসদ তাদের ভোট দেন। এই প্রক্রিয়াটি গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয় এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট সাংসদের সংখ্যার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই নির্বাচন পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়। নির্বাচনে কোনও অনিয়মের ক্ষেত্রে, সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

নির্বাচনের নির্ঘন্ট:

  • ৭ আগস্ট: নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ

  • ২১ আগস্ট: মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ

  • ২৫ আগস্ট: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন

  • ৯ সেপ্টেম্বর, সকাল ১০টা - বিকেল ৫টা: ভোটগ্রহণ

  • ৯ সেপ্টেম্বর সন্ধ্যা: ভোট গণনা ও ফলাফল ঘোষণা

বিশ্ববাণিজ্যে ট্রাম্পের ‘টারিফ বোমা’ পাকিস্তানের থেকেও ভারতে বেশি শুল্ক আরোপের ঘোষণা

vice president of india Vice President Vice Presidential candidate