/indian-express-bangla/media/media_files/2025/11/05/bihar-election-2025-phase-one-voting-guidelines-voter-id-evm-process-2025-11-05-18-56-23.jpg)
আজ প্রথম দফার ভোটে ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ
Bihar elections 2025: আজ বৃহস্পতিবার, ৬ নভেম্বর বিহারে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় মোট ১৮টি জেলায় ১২১টি আসনে হবে ভোটগ্রহণ। কয়েকটি জেলার বেশ কিছু আসন ছাড়া সবকটি আসনে সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৩.৭৫ কোটি ভোটার। প্রার্থীদের মধ্যে রয়েছেন ১২২ জন মহিলা এবং একজন তৃতীয় লিঙ্গ প্রার্থী – প্রীতি কিন্নর, যিনি গোপালগঞ্জ জেলার ভোরে আসনে জন সুরাজ পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন-SIR আতঙ্ক না কি বড় চক্রান্ত? জলাশয় থেকে উদ্ধার বস্তা-বস্তা 'আধার কার্ড'
প্রথম দফার ১২১টি আসনে এনডিএ জোটের মধ্যে জনতা দল (ইউনাইটেড) সর্বাধিক ৫৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি ৪৮, এলজেপি (রামবিলাস) ১৪ এবং রাষ্ট্রীয় লোক মোর্চা ২টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, মহাজোটের মধ্যে আরজেডি সর্বাধিক ৭৩টি, কংগ্রেস ২৪টি এবং সিপিআই (এমএল) ১৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নব গঠিত জন সুরাজ পার্টি প্রথম দফায় ১১৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আরও পড়ুন-বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি
প্রথম দফায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভার ১৬ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে, যার মধ্যে ১১ জনই বিজেপির। অন্যদিকে, মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব রাঘোপুর আসন থেকে টানা তৃতীয়বার লড়ছেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে সিওয়ান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেডিইউ-র প্রার্থী ও সাতবারের বিধায়ক শ্রবণ কুমার নালন্দা থেকে অষ্টমবারের জন্য জয়ের আশায় লড়ছেন। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বিহারে মোট ৭.৪২ কোটি নিবন্ধিত ভোটার রয়েছেন—এর মধ্যে ৩.৯২ কোটি পুরুষ এবং ৩.৫ কোটি মহিলা ভোটার। ভোটগ্রহণ চলবে প্রায় ৯০,৭১২টি বুথে, যেখানে গড়ে প্রতিটি বুথে প্রায় ৮১৮ জন ভোটার থাকছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি বুথে পর্যাপ্ত নিরাপত্তা এবং সহজ ভোটদান নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যে মোট আসন সংখ্যা ২৪৩টি।
আরও পড়ুন- আপনিও কি এই রাশির জাতক? চন্দ্র গোচরে আপনার জীবনে আসতে চলেছে নতুন ভোর, আনন্দে ভরে উঠবে জীবন
নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে
ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক
নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর, এই রাশির জাতকদের জীবনে এখন শুধুই সাফল্য, দূর হবে অর্থকষ্ট
ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us