Vastu Tips: ধার-দেনা পারিবারিক অশান্তিতে জর্জরিত? দিক বদল করুন আয়নার, ৯৯% মানুষই জানেন না সঠিক স্থান

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে সামান্য পরিবর্তন বা ছোট কিছু টিপস মানলে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং সৌভাগ্যও বৃদ্ধি পায় । ঠিক তেমনই, ঘরে আয়না রাখার ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু বাস্তু নিয়ম।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে সামান্য পরিবর্তন বা ছোট কিছু টিপস মানলে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং সৌভাগ্যও বৃদ্ধি পায় । ঠিক তেমনই, ঘরে আয়না রাখার ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু বাস্তু নিয়ম।

author-image
Sayan Sarkar
New Update
বাস্তু টিপস ২০২৫, আয়না রাখার নিয়ম, বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়না, ঘরে আয়না রাখার দিক, আয়না বাস্তু টিপস, mirror vastu tips, vastu for mirror placement, vastu shastra home tips, positive energy home tips, vastu rules for mirror, vastu for bedroom and kitchen

বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়না রাখার সঠিক দিক, ভুল স্থানে রাখলে বাড়বে অশান্তি!

Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে সামান্য পরিবর্তন বা ছোট কিছু টিপস মানলে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং সৌভাগ্যও বৃদ্ধি পায় । ঠিক তেমনই, ঘরে আয়না রাখার ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু বাস্তু নিয়ম। অনেক সময় ভুল জায়গায় আয়না রাখার কারণে ঘরে নেতিবাচক শক্তি ঘরে  প্রবেশ করে এবং পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। তাই আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক আয়না সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বাস্তু টিপস, যা আপনার বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করবে। বাস্তুশাস্ত্র মতে, আয়না শুধু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস নয়, এটি ঘরের সৌন্দর্য ও শক্তির ভারসাম্যও বজায় রাখে। তাই আয়না রাখার দিক নির্ধারণের সময় বাস্তু নীতি মেনে চলা অত্যন্ত জরুরি।

Advertisment

আরও পড়ুন- মেষ থেকে মীন, কে পাবেন সৌভাগ্যের ছোঁয়া? দেখুন আজকের রাশিফল 

আয়না রাখার সঠিক দিক

বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের পূর্ব বা উত্তর দিকে আয়না রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে এবং অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা তৈরি হয়। সর্বোত্তম ফলের জন্য জানালা বা বারান্দার কাছেও আয়না রাখা যেতে পারে। এতে ঘরে প্রাকৃতিক আলো প্রতিফলিত হয়ে পরিবেশ আরও উজ্জ্বল হয়।

যে দিকগুলোতে আয়না রাখা উচিত নয়

বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী, ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে কখনও আয়না রাখা উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার হতে পারে এবং পরিবারে অশান্তি দেখা দিতে পারে।

Advertisment

 শোবার ঘর ও রান্নাঘরে আয়না রাখা নিষেধ

বাস্তুশাস্ত্র অনুযায়ী, শোবার ঘরে আয়না এমনভাবে রাখা উচিত যাতে বিছানার প্রতিফলন না দেখা যায়। কারণ, এটি বৈবাহিক জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। একইভাবে, রান্নাঘরে আয়না রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি পারিবারিক বিরোধ বা মানসিক অস্থিরতার কারণ হতে পারে।

বিছানা বা দরজার সামনে আয়না নয়

ঘরের প্রবেশদ্বার বা বিছানার ঠিক সামনে আয়না রাখা একেবারেই উচিত নয়। এতে  ঘরে প্রবেশের আগেই ইতিবাচক শক্তি প্রতিফলিত হয়ে বাইরে চলে যায়, যার ফলে পরিবারে মানসিক চাপ ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

 ভাঙা বা নোংরা আয়না ব্যবহার করবেন না

বাস্তুশাস্ত্রের মতে, ভাঙা বা দাগযুক্ত আয়না দুর্ভাগ্য ও নেতিবাচক শক্তি বয়ে আনে। এটি পরিবারে অশান্তি ও অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। তাই সর্বদা পরিষ্কার, উজ্জ্বল ও অক্ষত আয়না ব্যবহার করাই শুভ।

বাস্তুশাস্ত্র অনুযায়ী এই সহজ নিয়মগুলি মেনে চললে ঘরে শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকবে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন- রাসযাত্রা ৪ নাকি ৫ নভেম্বর, কবে? পূর্ণিমা তিথি শুরু ও শেষ হওয়ার সময় কখন জানুন 

Vastu Tips