/indian-express-bangla/media/media_files/2025/08/28/jaish-e-mohammed-terrorists-entered-in-bihar-2025-08-28-11-14-24.jpg)
জারি হাই অ্যালার্ট, বাংলার পার্শ্ববর্তী রাজ্যে তিন জইশ জঙ্গির অনুপ্রবেশ! চরম চাঞ্চল্য
Jaish-e-Mohammed Terrorists Entered in Bihar: নেপাল হয়ে বিহারে প্রবেশ তিন জইশ জঙ্গির। রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করল বিহার পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে তিনজনই পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। এই তিন জঙ্গি নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে বলেই পুলিশ সূত্রে খবর। এই বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট, ২০২৫) বিহার পুলিশ সদর দপ্তর হাই অ্যালার্ট জারি করেছে।
আরও পড়ুন- রাজপথে জনজোয়ার! TMCP প্রতিষ্ঠা দিবসে 'অচল' কলকাতা, বিধানসভা নির্বাচনের বড় চ্যালেঞ্জের মুখে শীর্ষ নেতৃত্ব
তথ্য অনুযায়ী, এই তিন জঙ্গি নেপাল হয়ে বিহারে প্রবেশ করেছে। তিনজনই পাকিস্তানি। হাসনাইন আলি রাওয়ালপিন্ডির বাসিন্দা। আদিল হুসেন উমরকোটের বাসিন্দা। তৃতীয় মহম্মদ উসমান বাহাওয়ালপুরের বাসিন্দা। জানা গেছে যে তিনজনই সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত। বিহার পুলিশের তরফে এই তিন জঙ্গির ছবি প্রকাশ করেছে। তাদের পাসপোর্ট সম্পর্কিত তথ্য সীমান্তবর্তী জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে শেয়ার করা হয়েছে। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে রাজ্যে বিশেষ কর্মসূচী করছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এর মাঝেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় ঘুম উড়েছে প্রশাসনের।
আরও পড়ুন-নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে উথালপাথাল রাজনীতি! টিএমসিপি প্রতিষ্ঠা দিবসেই ইঙ্গিতপূর্ণ বার্তা তৃণমূল সুপ্রিমোর
তিন জঙ্গি আগস্টের দ্বিতীয় সপ্তাহে কাঠমান্ডুতে পৌঁছেছিল। সেখান থেকে তারা গত সপ্তাহে বিহারে প্রবেশ করে বলে পুলিশ সূত্রে খবর। এখন এই তথ্য সামনে এসেছে পুলিশের হাতে। দেশের কোনও অংশে হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিহার পুলিশ ইতিমধ্যে সব জেলায় এবিষয়ে তথ্য সংগ্রহ এবং সন্দেহভাজন ব্যক্তি দেখলেই ব্যাবস্থা নেওয়ার নির্দেশ জারি করেছে। রাজ্যে যখন SIR ইস্যু নিয়ে উত্তপ্ত, রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করছেন তার মাঝেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিহারে। রাহুল গান্ধীর পাশাপাশি একাধিক বিরোধী নেতা, প্রিয়াঙ্কা গান্ধীর মতো অনেক বড় নেতা বর্তমানে বিহারে রয়েছেন।