/indian-express-bangla/media/media_files/2025/08/17/cats-2025-08-17-10-09-54.jpg)
বিহারে আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’
Rahul Gandhi: বিহারে আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’। সাসারাম থেকে যাত্রার সূচনা করবেন তিনি। প্রায় ১৫ দিনব্যাপী এই কর্মসূচি ২৩টি জেলা অতিক্রম করবে এবং আগামী ১ সেপ্টেম্বর পাটনায় একটি বৃহৎ সমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।
আরও পড়ুনঃমহাকাশে জাতীয় পতাকা উত্তোলন, ইতিহাস গড়ে দেশে ফিরলেন শুভাংশু, আজই মোদীর সঙ্গে সাক্ষাৎ
কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই যাত্রার মূল উদ্দেশ্য সেই অভিযোগ সামনে আনা এবং জনগণের ভোটাধিকার রক্ষার বার্তা পৌঁছে দেওয়া। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধী ভারত জোটের জনসমর্থন বাড়াতেও এই পদযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব।
🇮🇳 वोटर अधिकार यात्रा
— Congress (@INCIndia) August 17, 2025
🗓️ 16 दिन
🔹 20+ जिले
🛣️ 1,300+ कि.मी.
📍 बिहार pic.twitter.com/6AFkfh7728
কংগ্রেসের বিহার ইউনিটের প্রাক্তন সভাপতি ও রাজ্যসভার সাংসদ অখিলেশ প্রসাদ সিং জানিয়েছেন, ২০, ২৫ ও ৩১ আগস্ট যাত্রায় বিরতি থাকবে। এ ছাড়া যাত্রার সূচনা মুহূর্তে আরজেডি নেতা তেজস্বী যাদব রাহুল গান্ধীর পাশে থাকবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সাসারামে উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই যাত্রায় বিরোধী জোটের শরিক দল ও তিন বামপন্থী দলের নেতারাও অংশ নেবেন। ইতিমধ্যেই আরজেডি নেতা লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদব সহ বহু নেতা এই কর্মসূচিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।