/indian-express-bangla/media/media_files/2025/08/17/cats-2025-08-17-09-54-55.jpg)
ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ!
Today's weather update: আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়ছে সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
আরও পড়ুনঃ হাওড়া থেকে সরাসরি সেক্টর ফাইভ, অফিস যাত্রীদের জন্য দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর, আগামী সপ্তাহেই উদ্বোধন
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বইবে ঝড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা প্রবল। ১৭ থেকে ২১ অগস্টের মধ্যে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। খোলা জায়গায় বা মাঠে ময়দানে যারা কাজ করেন তাঁদের জন্য বজ্রপাতের ঝুঁকি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ 'মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকেই নিতেই হবে',মমতাকে 'আগুনে আক্রমণ' প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
আবহাওয়া দফতরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ১৮ থেকে ২০ অগস্ট পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও ওডিশা উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৫৫ কিলোমিটার পর্যন্ত। তাই ওই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আগামী সাত দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহারেও অনুরূপ পরিস্থিতি দেখা দিতে পারে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শুরুতে বৃষ্টিপাত তুলনামূলক কম হলেও পরবর্তী সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রঝড়-সহ ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।