/indian-express-bangla/media/media_files/2025/08/17/cats-2025-08-17-09-40-07.jpg)
মোদীর সঙ্গে দেখা করবেন শুভাংশু শুক্লা
Shubhanshu Shukla returns to India: ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সফলভাবে তার ঐতিহাসিক ১৮ দিনের অ্যাক্সিওম-৪ মিশন সম্পন্ন করে রবিবার দেশে ফিরছেন। মহাকাশে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে এই বীর সেনা আধিকারিক দেশে ফিরে প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। এরপর নিজের শহর লখনউতে পৌঁছাবেন।
আরও পড়ুনঃ'শিল্পীদের সম্মান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব'...! ছবি মুক্তিতে ধুন্ধুমার, রাজ্য সরকারকে নিশানা পরিচালকের
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাতের পর শুক্লা লখনউতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। পরবর্তীতে তিনি আবার ২২-২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি ফিরবেন।
উল্লেখ্য শুভাংশু শুক্লা গত এক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। জুন মাসে তিনি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) এ পৌঁছান। ২৫ জুন ফ্লোরিডা থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন পর ২৬ জুন তার মহাকাশযান আইএসএস-এ পৌঁছায়। সেখানে তিনি প্রায় ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালান। ১৫ জুলাই তিনি পৃথিবীতে ফিরে আসেন।
আরও পড়ুনঃ হাওড়া থেকে সরাসরি সেক্টর ফাইভ, অফিস যাত্রীদের জন্য দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর, আগামী সপ্তাহেই উদ্বোধন
দেশে ফেরার পথে বিমানে বসে শুক্লা ইনস্টাগ্রামে একটি হাসিমুখের ছবি পোস্ট করে লিখেছেন— “ভারতে ফেরার সময় আমার মনে 'মিশ্র' আবেগ কাজ করছে। গত এ ক বছর পরিবার ও বন্ধুদের থেকে দূরে থাকার একটা যন্ত্রণা ছিল। তবে এবার সবার সঙ্গে আবার দেখা হবে ভেবে আমি আনন্দিত। আমি চাই আমার অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিতে।”
শুক্লার বাবা শম্ভু দয়াল শুক্লা বলেন, “আমার ছেলে সফলভাবে তার অভিযান শেষ করে ফিরছে, এটাই আমাদের জন্য গর্বের মুহূর্ত। আমরা দিল্লিতে গিয়ে তার সঙ্গে দেখা করব।” শুভাংশুর বোন শুচি মিশ্র জানিয়েছেন, “আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। এখন শুধু ওকে দেখে জড়িয়ে ধরতে চাই এবং অভিনন্দন জানাতে চাই।”
উল্লেখ্য, শুভাংশু শুক্লা হলেন মহাকাশে পা দেওয়া ভারতের দ্বিতীয় নাগরিক এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া দেশের প্রথম মহাকাশচারী।