Bihar SIR: উত্তাল সংসদ! SIR নিয়ে তুমুল বিক্ষোভ, কেন্দ্র-কমিশনকে তুলোধোনা

Bihar SIR: বিহারের SIR নিয়ে সংসদে তুমুল হট্টগোল, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লার।

Bihar SIR: বিহারের SIR নিয়ে সংসদে তুমুল হট্টগোল, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লার।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

উত্তাল সংসদ

Bihar SIR: বিহারের SIR নিয়ে সংসদে তুমুল হট্টগোল, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লার। 

Advertisment

বিহারের SIR নিয়ে সংসদে বিরোধীরা হট্টগোল সৃষ্টি করে। সংসদে স্লোগান ওঠে। এর পর লোকসভা ও রাজ্যসভা মুলতবি হয়। এদিকে, স্পিকার ওম বিড়লাও সাংসদদের সতর্ক করে বলেন, আমি আপনাদের সতর্ক করছি যে সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা করবেন না, অন্যথায় আমাকে ব্যবস্থা নিতে হবে।

সোমবারও লোকসভা এবং রাজ্যসভায় বিরোধী সাংসদরা হট্টগোল সৃষ্টি করেন। বিরোধীরা বিহারের ভোটার তালিকা সংশোধনের (এসআইআর ) বিষয়টি সংসদে উত্থাপন করে এবং স্লোগান দেয় । এরপর, হট্টগোলের মধ্যে রাজ্যসভার কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত এবং লোকসভার কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়।

Advertisment

লোকসভায় বিরোধী জোটের সাংসদরা ভোট চুরি এবং বিহারের ভোটার তালিকা সংশোধনের বিষয়টি উত্থাপন করে । বিরোধীদের হট্টগোলের মধ্যে স্পিকার ওম বিড়লা বলেন, এটা প্রশ্নোত্তর পর্ব , আপনি যদি স্লোগান দেওয়ার মতো জোরে প্রশ্ন করেন , তাহলে তা দেশের মানুষের কাজে আসবে। 

আরও পড়ুন- SIR-এর বিরুদ্ধে আজ পথে রাহুল, নির্বাচনের আগে শুরু ‘ভোটার অধিকার যাত্রা’

সতর্ক করলেন ওম বিড়লা
স্পিকার ওম বিড়লা সাংসদদের সতর্ক করে বলেন, জনগণ আপনাদের সরকারি সম্পত্তি ধ্বংস করতে পাঠায়নি। আমি আপনাদের অনুরোধ এবং সতর্ক করছি। যদি আপনারা সরকারি সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করেন, তাহলে আমাকে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। দেশের মানুষ তা দেখবে । অনেক বিধানসভায় এই ধরনের ঘটনার জন্য সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । সরকারি সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করবেন না। রাজ্যসভাতেও এদিন SIR নিয়ে প্রবল হট্টগোল হয়। বিরোধী দলের এই স্লোগানের মধ্যে , সংসদের অধিবেশন দুপুর ২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

আরও পড়ুন- বড় খবর! শেষমেশ সুপ্রিম কোর্টে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

বিহারে SIR এবং ভোট চুরি নিয়ে বিরোধীরা সংসদে ক্রমাগত প্রতিবাদ জানাচ্ছে । মল্লিকার্জুন খাড়গে ,অখিলেশ যাদব , অভিষেক বন্দোপাধ্যায়, কানিমোঝি সহ সর্বভারতীয় জোটের সাংসদরা নির্বাচনী রাজ্য বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ( SIR ) এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ' ভোট চুরি'র অভিযোগ করেছেন । তারা স্লোগান তোলেন। পাশাপাশি সাংসদদের 'ভোট চুরি বন্ধ করুন' ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা  গেছে ।​​​​ এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযান শুরু হয়।  প্রায় ১৫ দিনব্যাপী এই কর্মসূচি ২৩টি জেলা অতিক্রম করবে এবং আগামী ১ সেপ্টেম্বর পাটনায় একটি বৃহৎ সমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।

rahul gandhi election commission