Chirag Paswan vs Rahul Gandhi: বিহারে SIR-এর নামে SC, ST, OBC এবং সংখ্যালঘু ভাই-বোনদের ভোট চুরি করা হচ্ছে। রাহুল গান্ধীর এমন মন্তব্যে এবার লোকসভার বিরোধী দলনেতাকে খোলা চ্যালেঞ্জ চিরাগ পাসোয়ানের।বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) ইস্যু ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে পৌঁছেছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব একদিকে সরকার এবং নির্বাচন কমিশনকে একের পর এক আক্রমণ করে চলেছেন, অন্যদিকে এলজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান তাদের বিরুদ্ধে তীব্র সরব হয়েছেন। চিরাগ পাসওয়ান বলেন,
"রাহুল গান্ধীজি, কংগ্রেস কিংবা আরজেডি— কারও কাছে যদি সত্যি প্রমাণ থাকে, তাহলে সেটা দেখান। শুধু সংসদে হট্টগোল করে লাভ নেই। আমাদের দেশে কোনও অনুপ্রবেশকারী ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।" তিনি আরও বলেন,"বিরোধীরা এখন ইভিএম বাদ দিয়ে এসআইআর নিয়ে অজুহাত দিচ্ছে। তারা বুঝে গিয়েছে, পরাজয় আসন্ন।"
নির্বাচন বয়কট প্রসঙ্গে তীব্র কটাক্ষ
তেজস্বী যাদবের নির্বাচন বয়কটের হুমকিকে কটাক্ষ করে চিরাগ বলেন,"ওরা কেবল হুমকি দেয়। সাহস থাকলে নির্বাচনে অংশ না নিয়ে দেখাক। ওদের কোনও সাহস নেই। ওরা শুধু মিথ্যা ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে।"
রাহুল গান্ধীর অভিযোগ: “ভোট চুরি চলছে”
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একাধিকবার অভিযোগ করেছেন যে,"SIR-এর নাম করে বিহারে SC, ST, OBC ও সংখ্যালঘুদের ভোট চুরি হচ্ছে।"তিনি আরও বলেন,"আমাদের কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির ১০০% প্রমাণ আছে। আমরা তা যথাযময়েই সামনে আনব"।