Narendra Modi: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদী! আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে ১৪০ কোটি দেশবাসীকে গর্বিত করলেন প্রধানমন্ত্রী

Most Popular Global Leader: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে জগৎজোড়া আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে ১৪০ কোটিকে গর্বিত করলেন প্রধানমন্ত্রী, সাফল্যের পথে আরও এককদম মোদীর

Most Popular Global Leader: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে জগৎজোড়া আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে ১৪০ কোটিকে গর্বিত করলেন প্রধানমন্ত্রী, সাফল্যের পথে আরও এককদম মোদীর

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi, Most Popular Global Leader, Morning Consult Survey 2025, Donald Trump Ranking, Giorgia Meloni, Emmanuel Macron, Global Approval Rating, Javier Milei, Lee Jae-myung, Modi Global Popularity

আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে ১৪০ কোটিকে গর্বিত করলেন প্রধানমন্ত্রী

Most Popular Global Leader: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জগৎজোড়া আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণতান্ত্রিক দেশগুলির মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হলেন মোদী।

Advertisment

আবারও আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তার শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন গবেষণা সংস্থা ‘মর্নিং কনসাল্ট’-এর গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার-এর জুলাই ২০২৫-এর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সমীক্ষায় মোদীর জনপ্রিয়তার রেটিং ৭৫ শতাংশ, যা বিশ্বের ২০টি গণতান্ত্রিক দেশের নেতাদের মধ্যে সর্বোচ্চ। সমীক্ষাটি ৪ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত পরিচালিত হয়।

আরও পড়ুন- [ 'কাপুরুষতার জবাব দেওয়া হয়েছে বীরত্বের সঙ্গে', কার্গিল বিজয় দিবসে ফের সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো বার্তা ভারতের]

Advertisment

এক নজরের দেখে নেওয়া যাক শীর্ষ দশে স্থান পেয়েছেন কোন কোন বিশ্বনেতারা

  • ১ম স্থান: নরেন্দ্র মোদী (ভারত) — ৭৫%
  • ২য় স্থান: লি জে মিয়ং (দক্ষিণ কোরিয়া) — ৫৯%
  • ৩য় স্থান: জাভিয়ের মেইলি (আর্জেন্টিনা) — ৫৭%
  • ৪র্থ-৭ম স্থান: কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও অন্য নেতারা
  • ৮ম স্থান: ডোনাল্ড ট্রাম্প (মার্কিন যুক্তরাষ্ট্র) — ৪৫%-এর নিচে
  • ১০ম স্থান: জর্জিয়া মেলোনি (ইতালি)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে। মার্কিন গবেষণা সংস্থা 'মর্নিং কনসাল্ট'-এর গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার রিপোর্ট অনুযায়ী, মোদীর জনপ্রিয়তার হার পৌঁছেছে ৭৫ শতাংশে, যা অন্যান্য সব গণতান্ত্রিক দেশের নেতাদের চেয়ে অনেক বেশি। এই সমীক্ষার ফলাফল শুক্রবার প্রকাশ করা হয়েছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের ১৮ শতাংশ মোদীর বিরুদ্ধে মত দিলেও, ৭ শতাংশ নিরপেক্ষ ছিলেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ৫৯ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরপরেই আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলি (৫৭%), কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (৫৬%) এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ষষ্ঠ স্থানে রয়েছেন মেক্সিকোর ক্লডিয়া শেইনবাউম। বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন এই তালিকার অষ্টম স্থানে, যার জনপ্রিয়তার হার মাত্র ৪৪ শতাংশ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ১০ম স্থানে রয়েছেন।

আরও পড়ুন- [ রাজ্য-রাজনীতি কাঁপিয়ে মহুয়ার 'আগুনে হুঙ্কার', সরাসরি অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার 'বাংলায় মেয়ে']

অমিত মালব্যর প্রতিক্রিয়া

এই খবর সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, “১০০ কোটির বেশি ভারতীয়ের প্রিয় এবং বিশ্বের কোটি কোটি মানুষের সম্মানপ্রাপ্ত নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও মর্নিং কনসাল্ট সমীক্ষা অনুসারে বিশ্বনেতাদের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন। মোদীজির নেতৃত্বে ভারত নিরাপদ”। এই রিপোর্টে স্পষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের অবস্থান শুধুমাত্র দেশি ইয় রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ক্রমাগত শক্তিশালী হচ্ছে।

modi