Election Commission: উধাও ৩৫৬৯৪৩৫ ভোটার! বিধানসভা নির্বাচনের আগে হুলস্থূল, মাথায় যেন বাজ পড়ল

Bihar Voter List : বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বিরোধীদের মাথায় বাজ! ৩৬ লক্ষের বেশি ভোটারকে তাদের ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি বলে জানাল কমিশন।

Bihar Voter List : বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বিরোধীদের মাথায় বাজ! ৩৬ লক্ষের বেশি ভোটারকে তাদের ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি বলে জানাল কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Bihar Election,Bihar special intensive revision,bihar special intensive revision voter list,Bihar Voter List,Election Commission,SUpreme COurt,foreign nationals,Nepali voters,Bangladeshi voters,Myanmar nationals,voter roll revision,SIR Bihar,illegal documents,Assembly elections

কমিশনের আশঙ্কাই সত্যি হল?

Bihar Voter List :বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বিরোধীদের মাথায় বাজ! ৩৬ লক্ষের বেশি ভোটারকে তাদের ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি বলে জানাল কমিশন। তালিকায় বিশেষ সংশোধনের আর বাকি মাত্র ৭ দিন। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অবৈধ ও রোহিঙ্গা ভুয়ো ভোটার ধরতেই কমিশনের এই উদ্যোগ বলেই জানা গিয়েছে। 

Advertisment

সাতসকালেই হুলস্থূল! দুলে উঠল ভারত সহ একাধিক দেশ, তুমুল আতঙ্কে মুহূর্তে চরম চাঞ্চল্য

বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision - SIR) প্রক্রিয়ার সময়সীমা শেষ হতে চলেছে। ২৫ জুলাই। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৪.৬৮ শতাংশ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ফর্ম গৃহীত হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ৪১,১০,২১৩ জন অর্থাৎ প্রায় ৫.২ শতাংশ ভোটারের ফর্ম বাকি রয়েছে।

Advertisment

চলতি বছরের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিহারে মোট ৭,৮৯,৬৯,৮৪৪ জন ভোটারের মধ্যে ৭,১১,৭২,৬৬০ জন অর্থাৎ ৯০.১২ শতাংশ ভোটারকেই গৃহীত বলে চিহ্নিত করা হয়েছে। ডিজিটালভাবে ফর্ম জমা দেওয়া হয়েছে ৬,৮৫,৩৪,৭৪৩ জনের (৮৬.৭৯ শতাংশ)।

তবে, এই প্রক্রিয়ার মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে—

মৃত ভোটার শনাক্ত: ১২,৭১,৪১৪ জন (১.৬১%)

ঠিকানায় পাওয়া যায়নি: ৩৬,৮৬,৯৭১ জন ভোটারকে (৪.৬৭%)

স্থায়ীভাবে স্থানান্তরিত: ১৮,১৬,৩০৬ জন (২.৩%)

একাধিক স্থানে নাম: ৫,৯২,২৭৩ জন ভোটারের (০.৭৫%)

নাম খুঁজে পাওয়া যায়নি: ৬,৯৭৮ জন (০.০১%)

আগামী ধাপ কী?
নির্বাচন কমিশনের প্রেস নোট অনুযায়ী, আগামী ১ আগস্ট, ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর এক মাসব্যাপী সময় থাকবে ভোটার তালিকায় সংশোধন বা নতুন নাম অন্তর্ভুক্তির জন্য।

খসড়া তালিকার কপি রাজনৈতিক দলগুলিকে বিনামূল্যে সরবরাহ করা হবে এবং সাধারণ মানুষের জন্য তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। ভোটাররা নিজেদের নাম তালিকায় আছে কি না তা যাচাই করতে পারবেন এবং প্রয়োজনে সংশোধনের আবেদন জানাতে পারবেন।

বিহারে বিধানসভা নির্বাচনের আগে , নির্বাচন কমিশন ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ পুনর্বিবেচনা (SIR) করছে। কমিশন জানিয়েছে যে এখন পর্যন্ত ৯৪.৬৮ শতাংশ মানুষ ফর্ম পেয়েছেন। ৫.২ শতাংশ অর্থাৎ ৪১,১০,২১৩ জন ভোটারের গণনা ফর্ম এখনও জমা দেওয়া হয়নি। এখনও পর্যন্ত ৭,৪৮,৫৯,৬৩১ জন ভোটারের তালিকা যাচাই করা হয়েছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই। কমিশন এই সংশোধন প্রক্রিয়ায়  প্রচুর অনিয়ম খুঁজে পেয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে যে এখন পর্যন্ত ৭.৪৮ কোটি ফর্ম গৃহীত হয়েছে এবং এর মধ্যে ৬.৮৫ কোটি ডিজিটালাইজড করা হয়েছে। কমিশনের আদেশ অনুসারে, ১.৫ লক্ষেরও বেশি বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিযুক্ত আছেন, যার মধ্যে প্রতিটি বিএলএ প্রতিদিন ৫০টি ফর্ম যাচাই এবং জমা দিতে পারবেন। ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি এবং আপত্তি নিষ্পত্তি করার পর, ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

SIR কি?
নির্বাচন কমিশন বিহারের ভোটারদের তাদের জন্মের বছরের উপর ভিত্তি করে বিভিন্ন নথি জমা দিতে বলেছে। যদি এটি না করা হয়, তাহলে ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। কমিশন বলছে যে ২০০৩ সাল থেকে ভোটার তালিকা পর্যালোচনা করা হয়নি, তাই এটি করা হচ্ছে। একই সাথে, বিরোধীরা দাবি তুলেছে এই পদক্ষেপে দরিদ্র, দলিত, অনগ্রসর এবং সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। 

জল্পনাই সত্যি হল? শেষ হতে চলেছে মোদী জমানা? কে হবেন বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী? শেষমেষ বড় ঘোষণা

election commission