PM Narendra Modi: জল্পনাই সত্যি হল? শেষ হতে চলেছে মোদী জমানা? কে হবেন বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী? শেষমেষ বড় ঘোষণা

PM Narendra Modi: এমনই দাবি করলেন বিজেপির লোকসভার সাংসদ নিশিকান্ত দুবে। শুক্রবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন, যাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

PM Narendra Modi: এমনই দাবি করলেন বিজেপির লোকসভার সাংসদ নিশিকান্ত দুবে। শুক্রবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন, যাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

author-image
IE Bangla Web Desk
New Update
nishikant dubey, BJP, PM Modi, NARENDRA MODI, prime minister narendra modi, general elections 2029, lok sabha chunav, bjp mp nishikant dubey, rss, rss chief mohan bhagwat, bhartiya janta party, viksit bharat 2047, Nishikant Dubey on pm modi

শেষ হতে চলেছে মোদী জমানা?

PM Narendra Modi: 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাই বিজেপির নির্বাচনী সাফল্যের প্রধান চাবিকাঠি'  এমনই দাবি করলেন বিজেপির লোকসভার সাংসদ নিশিকান্ত দুবে। শুক্রবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী যদি বিজেপির নেতা না হতেন, তাহলে দল ১৫০টি আসনও পেত না।”

Advertisment

২১ জুলাই কোটি কোটি টাকা খরচে শক্তি প্রদর্শন দিবস তৃণমূলের, বেনজির কটাক্ষ অধীরের

নিশিকান্ত দুবে এদিন আরও বলেন, 'দেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মোদী। তিনি বলেন, “নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। তাঁর ভাবমূর্তিই আজ বিজেপিকে আবারও কেন্দ্রে ক্ষমতায় নিয়ে এসেছে। জনগণ তাঁর নেতৃত্বে আস্থা রাখেন এবং সেই কারণেই এমন ফল সম্ভব হয়েছে।”

Advertisment

বিজেপি সাংসদের দাবি, যেসকল পিছিয়ে পড়া, অনগ্রসর শ্রেণি অতীতে কখনও বিজেপিকে সমর্থন করেনি, তারাও এখন কেবলমাত্র মোদীর প্রতি আস্থার জোরেই বিজেপিকে ভোট দিচ্ছেন। বিশেষ করে সমাজের দরিদ্র অংশ এখন বিজেপির বড় 'ভোটব্যাঙ্ক' হয়ে উঠেছে।

এবার ফুল 'অ্যাকশন মোডে' পুলিশ? বাংলাদেশি, রোহিঙ্গাদের ধরতে স্পোশাল টাস্ক ফোর্স গঠন

২০২৯ সালের নির্বাচনের নেতৃত্বেও মোদীই হবেন মুখ

নিশিকান্ত দুবে আরও বলেন, “২০২৯ সালের লোকসভা নির্বাচনের সাফল্যের জন্যও বিজেপির মোদীজির দক্ষ নেতৃত্ব প্রয়োজন। বিজেপি বাধ্য মোদীজির নেতৃত্বেই নির্বাচন লড়তে।” দলের এক নেতা হিসেবেও তিনি এই দাবি করেন এবং বলেন, “আমাদের দলের ভবিষ্যতের জন্য মোদীজির নেতৃত্ব অপরিহার্য।”

মাথা থেঁতলে ভয়ঙ্কর খুন! দেহ দেখে আঁতকে উঠল পরিবার

আরএসএস প্রধানের মন্তব্যে দ্বিমত 
আরএসএস প্রধান মোহন ভাগবতের ৭৫ বছর বয়সে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বক্তব্য প্রসঙ্গে নিশিকান্ত দুবে বলেন, এই নীতি প্রধানমন্ত্রী মোদীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন, “২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার স্বপ্ন পূরণ করতে গেলে যতদিন মোদীর শারীরিক সামর্থ্য থাকবে, ততদিনই তাঁর নেতৃত্ব প্রয়োজন।” তিনি আরও স্মরণ করিয়ে দেন, “মোরারজি দেশাই ৮২ বছর বয়সেও দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন।”

পহেলগাঁও কাণ্ডে এবার মোদীর পাশে ট্রাম্প! বিরাট পদক্ষেপে 'ব্যাকফুটে' পাকিস্তান

নিশিকান্ত দুবের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে মোদীর প্রতি অবিচল আস্থার কথা বললেও, অন্যদিকে ভবিষ্যত নেতৃত্ব নিয়েও বিজেপির দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে দিয়েছেন তিনি।

bjp modi