Uttarakhand Earthquake : সাতসকালেই হুলস্থূল! দুলে উঠল ভারত সহ একাধিক দেশ, তুমুল আতঙ্কে মুহূর্তে চরম চাঞ্চল্য

Uttarakhand Earthquake : সাতসকালেই হুলস্থূল! দুলে উঠল ভারত সহ একাধিক দেশ, তুমুল আতঙ্কে মুহূর্তে চরম চাঞ্চল্য। শনিবার ভারত সহ আফগানিস্তান, মায়ানমার এবং তিব্বতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

Uttarakhand Earthquake : সাতসকালেই হুলস্থূল! দুলে উঠল ভারত সহ একাধিক দেশ, তুমুল আতঙ্কে মুহূর্তে চরম চাঞ্চল্য। শনিবার ভারত সহ আফগানিস্তান, মায়ানমার এবং তিব্বতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Earthquake, Earthquake in various parts of West Bengal: কলকাতায় ভূমিকম্প

Uttarakhand Earthquake: ভারত সহ একাধিক দেশে এদিন ভূমিকম্প অনুভূত হয়েছে।

Uttarakhand Earthquake : সাতসকালেই হুলস্থূল! দুলে উঠল ভারত সহ একাধিক দেশ। তুমুল আতঙ্কে মুহূর্তে ছড়িয়ে পড়ল চরম চাঞ্চল্য। শনিবার ভারত সহ  আফগানিস্তান, মায়ানমার এবং তিব্বতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।  

Advertisment

মাথা থেঁতলে ভয়ঙ্কর খুন! দেহ দেখে আঁতকে উঠল পরিবার

আজ সকালে উত্তরাখণ্ডের পাহাড়ি জেলা চামোলিতে হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩। যদিও আজকের এই কম্পনটি মৃদু ছিল, তবে কিছুক্ষণের জন্য মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। 

Advertisment

শনিবার ফের ভূমিকম্প! এদিন সকালে উত্তরাখণ্ডের পার্বত্য জেলা চামোলিতে হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩। কম্পনের ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবংঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে ছুটে যেতে শুরু করেন।

২১ জুলাই কোটি কোটি টাকা খরচে শক্তি প্রদর্শন দিবস তৃণমূলের', বেনজির কটাক্ষ অধীরের

আজকের এই ভূমিকম্পের প্রভাব কেবল ভারতেই নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলেও অনুভূত হয়েছিল। আফগানিস্তান, মায়ানমার এবং তিব্বতেও ভূমিকম্প অনুভূত হয়। 

ভারত (উত্তরাখণ্ড - চামোলি)

তীব্রতা: ৩.৩ (রিখটার স্কেল)

গভীরতা: ১০ কিলোমিটার

 মৃদু কম্পন অনুভূত হয়েছে, বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আফগানিস্তান

প্রথম ভূমিকম্প: ৪.২ (রিখটার স্কেল)

গভীরতা: ১৯০ কিলোমিটার

দ্বিতীয় ভূমিকম্প: ৪.০ (রিখটার স্কেল)

গভীরতা: ১২৫ কিলোমিটার

সামান্য কম্পন অনুভূত হয়েছিল।

মায়ানমার

তীব্রতা: ৩.৭ (রিখটার স্কেল)

গভীরতা: ১০৫ কিলোমিটার

মৃদু কম্পন অনুভূত হয়েছিল।

তিব্বত

তীব্রতা: ৩.৬ (রিখটার স্কেল)

গভীরতা: ১০ কিলোমিটার

ভূপৃষ্ঠের কাছাকাছি ভূমিকম্প হয়েছিল, এলাকায় অল্প সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছিল।

এখন পর্যন্ত কোনও এই ভূমিকম্পের ঘটনায় কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাশাপাশি মৃদু কম্পনে ক্ষয়ক্ষতিও এড়ানো গিয়েছে, এটাই বড় স্বস্তির খবর।

জল্পনাই সত্যি হল? শেষ হতে চলেছে মোদী জমানা? 

earthquake