/indian-express-bangla/media/media_files/2025/07/01/road-2025-07-01-11-17-14.jpg)
road safety hazard: এই সেই রাস্তা। যা ঘিরে জোরদার চর্চা ছড়িয়েছে।
Jehanabad 100-crore project:বিহার গত এক দশকে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে এবং ২০২৫-২৬ সালের রাজ্য বাজেটেও ৩ লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে। কিন্তু জেহানাবাদের একটি নতুন পাকা রাস্তা সবার নজর কেড়েছে। জেহানাবাদ জেলার পাটনা-গয়া সড়ক, যা ১০০ কোটি টাকার প্রকল্পের অংশ হিসেবে প্রশস্ত করা হয়েছিল, তার মাঝখানে বেশ কয়েকটি পূর্ণবয়স্ক গাছ দাঁড়িয়ে আছে।
অনেকেই সোশ্যাল মিডিয়ায় রাস্তার ছবি এবং ভিডিও পোস্ট করে মাঝখানে থাকা গাছগুলি যাত্রীদের জন্য কতটা বিপদ ডেকে আনে তা নিয়ে মন্তব্য করেছেন। অনেক পোস্টে উল্লেখ করা হয়েছে যে গাছগুলি সরলরেখায়ও নেই, বরং রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
যানবাহনগুলি রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়ায় এক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে উল্লেখ করেছেন অনেকে। জেহানাবাদের জেলাশাসক অলংকৃতা পান্ডে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "রাস্তাটি সম্প্রতি পাকা করা হয়েছে। এখনও পর্যন্ত এই অংশে কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।"
তিনি আরও জানিয়েছেন, বিদ্যমান পাটনা-গয়া সড়ক সম্প্রসারণের সময় এই সমস্যা দেখা দিয়েছে। নতুন রাস্তাটি যেখানে তৈরি করা হয়েছে সেই নির্দিষ্ট অংশটি বনভূমির মধ্য দিয়ে গেছে। প্রশাসনের মতে, গাছ কেটে ফেলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র চাওয়া হয়েছিল। তবে, তারা জানিয়েছে যে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার আগেই, নির্মাণকাজে নিযুক্ত সংস্থাটি রাস্তার কাজ শুরু করে দিয়েছিল।
আরও পড়ুন- LPG cylinder price cut:মাস পয়লায় বিরাট স্বস্তি, এক ধাক্কায় কত টাকা কমল রান্নার গ্যাসের দাম?
জেলাশাসক বলেন, "যে অংশে রাস্তাটি তৈরি করা হয়েছে সেই অংশটি বনভূমিতে। ছাড়পত্র চাওয়া হয়েছিল, কিন্তু ইতিমধ্যেই রাস্তা নির্মাণের জন্য বরাত পাওয়া সংস্থাটি শর্ত লঙ্ঘন করে নির্মাণ কাজ চালিয়ে গেছে।" জেলা প্রশাসন নির্মাণ সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করেছে। এছাড়াও, যে কোনও দুর্ঘটনা রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গাছগুলি যেখানে দাঁড়িয়ে আছে সেই অংশটি ব্যারিকেড করা হয়েছে।"