West Bengal News Updates:বন্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা? ধন্দে পুলিশ

West Bengal News Updates 1 July 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং বিনোদন জগতের একেবারে টাটকা খবরের সেরা আপডেট জেনে নিন।

West Bengal News Updates 1 July 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং বিনোদন জগতের একেবারে টাটকা খবরের সেরা আপডেট জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Garfa Woman Death, গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু

News in Bengal updates: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata news upddates July 1, 2025:একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়ার জগাছা রামরাজাতলায় একটি বন্ধ ফ্ল্যাট থেকে বাবা, মা ও ছেলের মৃতদেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না আত্মহত্যা? তদন্তে পুলিশ। যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনজনেই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তিনটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রামরাজাতলার ওই ফ্ল্যাটের চার তলায় থাকতেন খাঁ পরিবার। ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে বলরামখাঁ,তার স্ত্রী শেলী খাঁ ও তাদের একমাত্র ছেলে সমবৃত খাঁয়ের মৃতদেহ। পরিবারের প্রত্যেকেই প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কীভাবে এই মৃত্যু তা নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। এদিন সকালে এক আত্মীয় ফোনে তাদের সাড়া না পেয়ে ফ্ল্যাটে চলে আসেন। পরে দরজা ধাক্কাধাক্কিতেও সাড়া না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের দেহ উদ্ধার করেছে।

Advertisment

এবার সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ মামলায় কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর। কেন্দ্রীয় সংস্থার দাবি সুপার নিউমিরারি পোস্টের মাধ্যমে নিয়োগ পেতেও টাকা দেওয়া হয়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় মোট কতজনের থেকে টাকা নেওয়া হয়েছে সেটা এখনই তদন্ত করে আলাদা করা সম্ভব নয়। এর আগে উচ্চ প্রাথমিকে সুপার নিউমিরারি বা অতিরিক্ত শূন্য পদের নিয়োগের মামলায় স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চও সেই নির্দেশই বহাল রাখে। ২০১৬ সালের SCC-র নিয়োগ প্রক্রিয়ায় স্কুলের চাকরিতে অতিরিক্ত শূন্য পদ তৈরির সরকারি সিদ্ধান্ত হয় বলে অভিযোগ।

মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তারই ভিত্তিতে আজ মঙ্গলবার তাকে থানায় হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। তার আগেই দায়ের হওয়া FIR বাতিলের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। আগামিকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানি হতে পারে। দিন কয়েক আগেই মুর্শিদাবাদের নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে ২০১৩ সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ ১ জুলাই কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল।

কসবার ল' কলেজ গণধর্ষণের ঘটনার ৬ দিনের মাথায় অবশেষে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। গণধর্ষণে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে অবিলম্বে কলেজের অস্থায়ী কর্মীর চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গণধর্ষণে অভিযুক্ত সাউথ ক্যালকাটা ল' কলেজেরই আরও দুই পড়ুয়াকে বহিষ্কারের নির্দেশ অবিলম্বে কার্যকর করতেও বলা হয়েছে আইন কলেজ কর্তৃপক্ষকে। দ্রুত কলেজের গভর্নিং বডির বৈঠক ডেকে এই নির্দেশ বলবৎ করতে বলেছে রাজ্য সরকার। কসবার ওই ল' কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করত গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। অভিযুক্ত আরও দু'জন কলেজের তৃতীয় সেমিস্টারের পড়ুয়া। 

Advertisment

আরও পড়ুন- Kharagpur Incident: খড়গপুরে প্রবীণ বাম নেতাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ

আরও পড়ুন- Kolkata weather update: শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, কাঁপানো বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, দুর্যোগ চলবে কতদিন?

  • Jul 01, 2025 17:25 IST

    Kolkata News Live Updates:ভিডিও আপলোড করে প্রাণহানির আশঙ্কায় তরুণ

    সোশ্যাল মিডিয়ায় কসবার গণধর্ষণে এক অভিযুক্তের সম্পর্কে কিছু মন্তব্য করে প্রাণহানির আশঙ্কা করছেন এক তরুণ। ওই তরুণ আরও একটি ভিডিও আপলোড করে বলেছেন, "আমার কিন্তু জেল হতে পারে। আমি সাউথ কলকাতা ল' কলেজের ধর্ষণে তিন দোষীর একজনকে নিয়ে একটি প্রশ্ন তুলেছিলাম। যার rank-ই আসেনি সে কী করে সরকারি একটি কলেজে পড়ার সুযোগ পেল? এই ভিডিওটি হয়তো কিছু প্রভাবশালী লোকের কাছে চলে গেছে। তাঁরা চাইলে হয়তো আমাকে জেলে পাঠাতে পারে, আমার প্রাণও নিয়ে নিতে পারে। আমি এটাই বলব, যদি আমার ভিডিওটা ডিলিট হয় তাহলে বুঝতে হবে আমাকে কেউ হুমকি দিচ্ছে..আমি জানি না যে এই ভিডিওটা করার জন্য আমার কী পরিণাম হতে পারে। আমি মরতে ভয় পাই না। যদি আমার বড় কিছু হয়, তোমরা বুঝে নেবে আইনের মুখ রাজনৈতিক শক্তি দিয়ে বন্ধ করা হচ্ছে।"



  • Jul 01, 2025 16:46 IST

    Kolkata News Live Updates: মমতার ঘনিষ্ঠ দাপুটে মন্ত্রীর মন্তব্যে তোলপাড়

    কসবার গণধর্ষণ নিয়ে আবারও বেফাঁস মন্তব্য শীর্ষ তৃণমূল নেতার। এবার কসবার ল' কলেজের গণধর্ষণকে 'ছোট্ট ঘটনা' বলে উল্লেখ করলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে মানস ভুঁইয়ার কসবা-কাণ্ডে করা এই মন্তব্য নিয়ে প্রবল সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। সূত্রের খবর, মানস ভুঁইয়ার মন্তব্যে তৃণমূলের শীর্ষ নেতাদের একাংশও বেজায় ক্ষুব্ধ হয়েছেন। পরে ড্যামেজ কন্ট্রোলে নেমে নিজের বক্তব্যের সাফাইও দিতে দেখা গিয়েছে সেচমন্ত্রীকে। 

    বিস্তারিত পড়ুন-  Kasba college gang rape:কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণ 'ছোট্ট ঘটনা', মমতার ঘনিষ্ঠ দাপুটে মন্ত্রীর মন্তব্যে তোলপাড়



  • Jul 01, 2025 15:17 IST

    Kolkata News Live Updates: নির্বাচন কমিশনে তৃণমূল

    চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ ব্যানার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং প্রকাশ চিক বারাইকের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ নির্বাচন কমিশনে গিয়েছিল। কমিশনের আধিকারিকদের সঙ্গে তাঁরা দেখা করেছেন।তারা গঠনমূলক কিছু পরামর্শ পেশ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত ও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের কিছু কথাও তাঁরা জানিয়েছেন। 



  • Jul 01, 2025 15:14 IST

    Kolkata News Live Updates:SSC-র নয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন হাইকোর্টের

    স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা। সেই মামলাতেই এবার আদালতের প্রশ্নের মুখে SSC। নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের কেন নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্টভাবে নিষেধ করা হল না? হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। আগামী সোমবারের মধ্যে এক্ষেত্রে SSC-এর বক্তব্য জানতে চেয়েছে আদালত। 

    বিস্তারিত পড়ুন- Calcutta High Court: SSC-এর নতুন নিয়োগ নিয়েও জট, বড়সড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট



  • Jul 01, 2025 14:07 IST

    Kolkata News Live Updates:শোকজের জবাব দিলেন মদন

    কসবা কাণ্ডে বেফাঁস মন্তব্য করে দলেরই রোষে পড়তে হয়েছিল মদন মিত্রকে। কামারহাটির তৃণমূল বিধায়ককে শোকজ করেছিল দল। এবার সেই শোকজেরই উত্তর পাঠালেন মদন মিত্র। কসবা-কাণ্ডে তাঁর মন্তব্যে এবার ক্ষমাপ্রার্থী মদন মিত্র। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তাঁর মন্তব্যে তিনি অনুতপ্ত বলে জানিয়েছেন মদন মিত্র। এরপরেও দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেও তিনি তৃণমূল ছাড়বেন না বলেও চিঠিতে স্পষ্ট করেছেন মদন।

    বিস্তারিত পড়ুন- Madan Mitra: কসবা-কাণ্ডে তাঁর মন্তব্যে তুমুল বিতর্ক ছড়িয়েছিল, দলের শোকজের জবাবে মদন কী লিখলেন জানেন?



  • Jul 01, 2025 13:47 IST

    Kolkata News Live Updates:নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে

    বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। তারই জেরে আজ রাজ্যজুড়ে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়েও। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও।



  • Jul 01, 2025 12:28 IST

    Kolkata News Live Updates:বেড়ে গেল ট্রেনের ভাড়া

    ৫ বছর পর ভাড়া বাড়াল রেল। এসি, স্লিপার এবং দ্বিতীয় শ্রেণীর ভাড়া বাড়িয়েছে রেলমন্ত্রক। বর্ধিত নতুন ভাড়া আজ মঙ্গলবার অর্থাৎ ১ জুলাই, ২০২৫ থেকেই কার্যকর। তবে শহরতলির ট্রেনগুলির ভাড়া এবং মাসিক ভাড়াও একই থাকছে। রেলের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী এসি ক্লাস (প্রথম শ্রেণী, টু-টায়ার, থ্রি-টায়ার এবং চেয়ার কার) ভাড়া প্রতি কিলোমিটারে দুই পয়সা বাড়ানো হয়েছে। মেইল​এবং এক্সপ্রেস ট্রেনের নন-এসি ক্লাসের (স্লিপার ক্লাস, সেকেন্ড ক্লাস (সাধারণ) এবং প্রথম শ্রেণী) ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা করে বাড়ানো হয়েছে।

    বিস্তারিত পড়ুন- railways fare hike: ভাড়া বাড়াল রেল! AC-স্লিপার ক্লাসে চড়লে বাড়তি কত খসবে গ্যাঁটের কড়ি?



  • Jul 01, 2025 10:59 IST

    Kolkata News Live Updates:কমল রান্নার গ্যাসের দাম

    মাস পয়লায় কমল রান্নার গ্যাসের দাম। দেশের তেল বিপণন সংস্থাগুলি আজ ১ জুলাই ২০২৫, থেকে LPG সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে। দেশের অন্যান্য অংশের পাশাপাশি কলকাতাতেও কমানো হয়েছে গ্যাসের দাম। স্বাভাবিকভাবেই এলপিজি ব্যবহারকারীদের একাংশের জন্য এটা বড়সড় স্বস্তির খবর।

    বিস্তারিত পড়ুন- LPG cylinder price cut:মাস পয়লায় বিরাট স্বস্তি, এক ধাক্কায় কত টাকা কমল রান্নার গ্যাসের দাম?



  • Jul 01, 2025 10:58 IST

    Kolkata News Live Updates:তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ

    খড়্গপুরে রাস্তায় ফেলে প্রবীণ বাম নেতাকে মারধরের ভিডিও ভাইরাল হতেই দলের ডাকাবুকো নেত্রী বেবি কোলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল তৃণমূল। দলের তরফেই তার নামে FIR দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, তার কৃতকর্মের জন্য তাকে শোকজ করেছে দল। তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে বেবি কোলেকে।

    বিস্তারিত পড়ুন- Kharagpur Incident: খড়গপুরে প্রবীণ বাম নেতাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ



  • Jul 01, 2025 09:16 IST

    Kolkata News Live Updates:কাঁপানো বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়

    ভরা বর্ষায় বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের। তারই জেরে রাজ্যের প্রায় সর্বত্র ঝড়-জলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও বা ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের কয়েকটি জেলাতেও।

    বিস্তারিত পড়ুন-  শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, কাঁপানো বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, দুর্যোগ চলবে কতদিন?



Bengali News Today news of west bengal Kasba Law College gang rape