/indian-express-bangla/media/media_files/2025/10/03/blast-2025-10-03-15-36-26.jpg)
Murshidabad shocking incident: পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ঘোড়ামারা কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকায় বোমা বিস্ফোরণে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতার নাম ছিদ্দাতন বিবি (৪৯)। শুক্রবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির উঠোনের একপাশে একটি বালতি রাখা ছিল। সেই বালতিতেই বোমা মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ। মৃতা মহিলা বিষয়টি জানতেন না। তিনি অজান্তেই বালতিতে হাত দিতেই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই ছিদ্দাতন বিবির মৃত্যু হয়। বাড়ির উঠোন ও আশেপাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন- Tornado:শারদোৎসবের আবহে বিধ্বংসী টর্নেডোর তাণ্ডব! উড়ে গেল পুজোমণ্ডপ, তছনছ এলাকা
ঘটনার পরই স্থানীয়রা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় বেআইনি বোমা মজুত করা হচ্ছে। কিন্তু প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বেআইনি বোমা কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বোমাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কারা মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে বেশ কয়েকজন পলাতক রয়েছে বলে অনুমান। পুলিশের তরফে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন-Malda News: দুর্গা প্রতিমার সোনার গয়না চুরি, CCTV ফুটেজ দেখে তাজ্জব পুলিশ! শেষে কে গ্রেফতার জানেন?
এই মর্মান্তিক ঘটনায় মৃতার পরিবার শোকস্তব্ধ। হঠাৎ এই বিস্ফোরণে এক জন নিরপরাধ গৃহবধূর মৃত্যু হওয়ায় গোটা এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us