biman banerjee controversial comment on abhishek banerjees Sebashray initiative: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' কর্মসূচি ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলে দিয়েছে। প্রতিদিন হাজার-হাজার মানুষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনস্থ বিধানসভা কেন্দ্রগুলির এই বিশেষ স্বাস্থ্য শিবিরগুলিতে পরিষেবা নিতে আসছেন। অভিষেক নিজেও পালা করে প্রায়ই এই সব স্বাস্থ্য শিবিরগুলি পরিদর্শন করছেন। তবে অভিষেকের এই 'সেবাশ্রয়' উদ্যোগ নিয়ে সন্দিহান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চালু বিশেষ এই কর্মসূচি নিয়ে এবার বোমা ফাটালেন বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
'সেবাশ্রয়' নিয়ে কী বললেন বিমান বন্দ্যোপাধ্যায়?
"ব্যক্তিগত উদ্যোগে করেছে। সরকারের কোনও সম্পর্ক নেই। অভিষেক তাঁর নিজের প্রচেষ্টায় এটা করেছেন। ভালো প্রচেষ্টা। তাঁকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের চিকিৎসায় পরিবর্তন আসতে পারবে বলে আমি মনে করি না। সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। কোনও ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসা দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে তা আমার পক্ষে বলা খুব মুশকিল।"
উল্লেখ্য, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার জুড়ে 'সেবাশ্রয়' স্বাস্থ্য শিবির পরিচালনা করেছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল গুরুতর অসুস্থ এক শিশুকে অভিষেকের 'সেবাশ্রয়' শিবিরে আনা হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন অভিষেক।
আরও পড়ুন- West Bengal News Live: কালিয়াচকে তৃণমূল কর্মীকে থেঁতলে খুন, হায়দরাবাদ থেকে পুলিশের জালে দুই অভিযুক্ত
বিষ্ণুপুরের পানাকুয়া পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন ডায়মন্ড হারবারারে তৃণমূল সাসংদ। সেখানেই জটিল অসুস্থতার সঙ্গে লড়াই করা একরত্তি শিশু কৃতি মান্নার বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন অভিষেক। শিশুটির ব্যাপারে চিকিৎসকদের থেকে জানার পর তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজে কাঁধে তুলে নেন তৃণমূলের শীর্ষ নেতা।
আরও পড়ুন- West Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টাতেই ঠান্ডার দুরন্ত কামব্যাক! শেষবেলায় চার-ছক্কা হাঁকাতে কোমর বাঁধছে শীত
এককথায় অভিষেকের এই 'সেবাশ্রয়' শিবির এখন রীতিমতো 'সুপারহিট'। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে থাকা ৭টি বিধানসভা এলাকার দিকে দিকে চলছে এই বিশেষ স্বাস্থ্য শিবির। প্রখ্যাত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ফি দিন কাতারে কাতারে রোগীকে পরিষেবা দিচ্ছেন একেবারে নিখরচায়। শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রই নয়, অভিষেকের স্বাস্থ্য শিবিরে দেখা যাচ্ছে ভিনজেলার রোগীদেরও।
আরও পড়ুন- Abhishek Banerjee: জটিল রোগে আক্রান্ত ২ বছরের কৃতি, 'সেবাশ্রয়ে' এসে চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক
Sebashray: 'সরকারের সঙ্গে কোনও সম্পর্ক নেই', অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক বিমান বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee-Sebashray: নিজের উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্প জুড়ে স্বাস্থ্য শিবির পরিচালনা করছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই 'সেবাশ্রয়' উদ্যোগ বিপলু সাড়া ফেলে দিয়েছে।
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
biman banerjee controversial comment on abhishek banerjees Sebashray initiative: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' কর্মসূচি ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলে দিয়েছে। প্রতিদিন হাজার-হাজার মানুষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনস্থ বিধানসভা কেন্দ্রগুলির এই বিশেষ স্বাস্থ্য শিবিরগুলিতে পরিষেবা নিতে আসছেন। অভিষেক নিজেও পালা করে প্রায়ই এই সব স্বাস্থ্য শিবিরগুলি পরিদর্শন করছেন। তবে অভিষেকের এই 'সেবাশ্রয়' উদ্যোগ নিয়ে সন্দিহান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চালু বিশেষ এই কর্মসূচি নিয়ে এবার বোমা ফাটালেন বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
'সেবাশ্রয়' নিয়ে কী বললেন বিমান বন্দ্যোপাধ্যায়?
"ব্যক্তিগত উদ্যোগে করেছে। সরকারের কোনও সম্পর্ক নেই। অভিষেক তাঁর নিজের প্রচেষ্টায় এটা করেছেন। ভালো প্রচেষ্টা। তাঁকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের চিকিৎসায় পরিবর্তন আসতে পারবে বলে আমি মনে করি না। সরকারি চিকিৎসা সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। কোনও ব্যক্তিগত মানুষ সরকারি চিকিৎসা দায়িত্ব নিয়ে করবেন এটা কতটা সম্ভব হবে তা আমার পক্ষে বলা খুব মুশকিল।"
উল্লেখ্য, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার জুড়ে 'সেবাশ্রয়' স্বাস্থ্য শিবির পরিচালনা করেছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল গুরুতর অসুস্থ এক শিশুকে অভিষেকের 'সেবাশ্রয়' শিবিরে আনা হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন অভিষেক।
আরও পড়ুন- West Bengal News Live: কালিয়াচকে তৃণমূল কর্মীকে থেঁতলে খুন, হায়দরাবাদ থেকে পুলিশের জালে দুই অভিযুক্ত
বিষ্ণুপুরের পানাকুয়া পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন ডায়মন্ড হারবারারে তৃণমূল সাসংদ। সেখানেই জটিল অসুস্থতার সঙ্গে লড়াই করা একরত্তি শিশু কৃতি মান্নার বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন অভিষেক। শিশুটির ব্যাপারে চিকিৎসকদের থেকে জানার পর তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজে কাঁধে তুলে নেন তৃণমূলের শীর্ষ নেতা।
আরও পড়ুন- West Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টাতেই ঠান্ডার দুরন্ত কামব্যাক! শেষবেলায় চার-ছক্কা হাঁকাতে কোমর বাঁধছে শীত
এককথায় অভিষেকের এই 'সেবাশ্রয়' শিবির এখন রীতিমতো 'সুপারহিট'। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে থাকা ৭টি বিধানসভা এলাকার দিকে দিকে চলছে এই বিশেষ স্বাস্থ্য শিবির। প্রখ্যাত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ফি দিন কাতারে কাতারে রোগীকে পরিষেবা দিচ্ছেন একেবারে নিখরচায়। শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রই নয়, অভিষেকের স্বাস্থ্য শিবিরে দেখা যাচ্ছে ভিনজেলার রোগীদেরও।
আরও পড়ুন- Abhishek Banerjee: জটিল রোগে আক্রান্ত ২ বছরের কৃতি, 'সেবাশ্রয়ে' এসে চিকিৎসার দায়িত্ব নিলেন অভিষেক