/indian-express-bangla/media/media_files/14yTWobZSzzZ4pyZDaTK.jpg)
প্রতীকী ছবি।
West Bengal Asembly poll: বছর ঘুরলেই বাংলায় ভোট। একুশে পশ্চিমবঙ্গের ক্ষমতা হাতে না পেলেও '২৬-এ তৃণমূলকে সরিয়ে বাংলার ক্ষমতা দখলে মরিয়া BJP। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের কাজ দেখতে নিয়োগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং লোকসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে।
বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এর আগে একুশের বিধানসভা নির্বাচনে রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমেছিল বিজেপি। মোদী, শাহ, নাড্ডারা চষে ফেলেছিলেন বাংলা। বিজেপির শীর্ষ নেতাদের একটা বড় অংশ একুশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত পশ্চিমবঙ্গের 'ডেইলি প্যাসেঞ্জারি' শুরু করে দিয়েছিলেন।
আরও পড়ুন- Kolkata bus:হঠাৎ কলকাতায় প্রায় উধাও বাস! পুজোর দিনগুলিতে শহরে মিলবে না 'সস্তার যান'?
তবে গতবার লক্ষ্য পূরণ হয়নি। প্রধান বিরোধী দলের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গেরুয়া দলকে। তবে '২৬-এর ভোটে তৃণমূলকে সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। রাজ্যে দলের সাংগঠনিক শক্তি মজবুত করতে প্রায়শই আলোচনা চলছে কেন্দ্র এবং রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে।
এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলের কাজ দেখতে কেন্দ্রীয় বিজেপির তরফে ভারত সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে বাড়তি দায়িত্ব সামলাতে নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা। এরই পাশাপাশি বাংলার ভোটে দলের কাজের তদারকিতে কেন্দ্রীয় বিজেপির তরফে দায়িত্ব পেয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে লোকসভার বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব।