Congress:কংগ্রেসে ভাঙনের সুর, সভাপতি পদে প্রয়াত রাষ্ট্রপতি-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নিয়োগে ক্ষোভ

Abhijit Mukherjee: দলের জেলা সভাপতি পদে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Abhijit Mukherjee: দলের জেলা সভাপতি পদে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

author-image
Ashis Kumar Mondal
New Update
Birbhum District Congress,  Abhijit Mukherjee,  District president appointment,  Congress rift  ,Pranab Mukherjee’s son  ,Debaditya Debanshi resignation  ,Sahajada Hossain Kinu  ,Political dissent,  Return from Trinamool to Congress,  West Bengal Congress,বীরভূম জেলা কংগ্রেস  ,অভিজিৎ মুখোপাধ্যায়  ,জেলা সভাপতি নিয়োগ,  কংগ্রেসে ভাঙন,  প্রণব মুখোপাধ্যায় পুত্র  ,দেবাদিত্য দেবাংশী পদত্যাগ,  সাহাজাদা হোসেন কিনু  ,রাজনৈতিক ক্ষোভ,  তৃণমূল থেকে কংগ্রেসে ফেরা  ,পশ্চিমবঙ্গ কংগ্রেস

Abhijit Mukherjee: কংগ্রেস নেতা অভিজিৎ মুখোপাধ্যায়।

Congress:ফের বীরভূম জেলা কংগ্রেসে ভাঙন শুরু। এবার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি করায় দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কেউ কেউ সমাজ মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করে বিতর্কের ঝড় তুলেছেন। 

Advertisment

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালের তালিকায় অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম রয়েছে বীরভূম জেলা সভাপতি হিসাবে। এতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে দলের মধ্যেই।

অভিযোগ, অভিজিৎ মুখোপাধ্যায় জেলার মানুষ হলেও বীরভূমের মাটির সঙ্গে তার কোন সম্পর্ক নেই। তিনি ব্যক্তি স্বার্থে রাজনীতি করে গিয়েছেন। এখনও তাঁর শরীর থেকে তৃণমূলের গন্ধ যায়নি। এরকম একজনকে জেলা সভাপতি করে দলটাকে তৃণমূলের হাতে তুলে দিয়েছে দলের উচ্চ নেতৃত্ব।

Advertisment

ক্ষোভে ইতিমধ্যে দল ছাড়ার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেছেন দলের জেলা সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান দেবাদিত্য দেবাংশী। তিনি তাঁর পদত্যাগ পত্র রাজ্য চেয়ারপার্সন অশোক ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে দাবি তাঁর। 

আরও পড়ুন- Arijit Singh:বিশ্বখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, কারণ জানলে চমকে যাবেন!

দেবাদিত্য বলেন, “২০০৬ সাল থেকে ছাত্র রাজনীতি করে উঠে এসেছি। এখনও দলটাকে ভালোবেসে করতাম। কিন্তু যাকে সভাপতি করা হল তিনি দিন কয়েক আগেও তৃণমূলে ছিলেন। এমনকি নলহাটি বিধানসভায় নিজে জেতার জন্য কংগ্রেস দলটাকে লাটে তুলে দিয়েছিলেন। জঙ্গিপুরে হেরে গিয়ে তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু সেখানে তেমন পাত্তা না পেয়ে ফের কংগ্রেসে। এবার দলের যেটুকু অস্তিত্ব রয়েছে সেটুকু তৃণমূলের হাতে তুলে দিতে এসেছেন। সেই কারণেই কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম”।

আরও পড়ুন- Independence Day 2025:স্বাধীনতা দিবসে কলকাতায় মেট্রোর বিশেষ সময়সূচি, ভোগান্তি এড়াতে বিশদে জানুন

কংগ্রেস নেতা সাহাজাদা হোসেন কিনু লিকেহছেন, “বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি হওয়ার মতো যোগ্য লোক ছিল না? তাঁর দাবি, দিল্লি কংগ্রেস না চাইলে পশ্চিমবঙ্গ কংগ্রেসকে উজ্জীবিত করতে কেউ পারবে না”।
 তবে বিষয়টি নিয়ে কংগ্রেসের কোনও নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

CONGRESS Birbhum Abhijit Mukherjee