Independence Day 2025:স্বাধীনতা দিবসে কলকাতায় মেট্রোর বিশেষ সময়সূচি, ভোগান্তি এড়াতে বিশদে জানুন

Kolkata Metro: স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোরেলের পরিষেবায় বেশ কিছু বদল আনা হয়েছে। সেব্যাপারে মেট্রোরেলের তরফে বিশদে তথ্য দেওয়া হয়েছে।

Kolkata Metro: স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোরেলের পরিষেবায় বেশ কিছু বদল আনা হয়েছে। সেব্যাপারে মেট্রোরেলের তরফে বিশদে তথ্য দেওয়া হয়েছে।

author-image
Joyprakash Das
New Update
Kolkata Metro,East West Metro,East West Metro services will be closed for 8 days in two phases,আজ থেকে দু'দফায় বন্ধ মেট্রো চলাচল,ইস্ট ওয়েস্ট মেট্রো,কলকাতা মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metro-Independence Day 2025:শুক্রবার দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রো ব্লু, গ্রিন লাইন-১ ও গ্রিন লাইন-২-এ দৈনিক পরিষেবার সংখ্যায় পরিবর্তন আনছে। যাত্রীদের সুবিধার্থে শুক্রবারের মেট্রো পরিষেবার সেই বদল-সূচি বিস্তারিতভাবে জানানো হয়েছে। নিম্নে এই ব্যাপারে বিশদে বর্ণনা করা হল। 

ব্লু লাইন (Blue Line)

Advertisment

শুক্রবার নীল লাইনে দৈনিক ২৬২টি পরিষেবার পরিবর্তে মোট ১৮২টি মেট্রো চলবে (৯১টি UP + ৯১টি DN)।

প্রথম পরিষেবা:

নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম: সকাল ৬:৫০ (কোনও পরিবর্তন নেই)

শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬:৫৫ (কোনও পরিবর্তন নেই)

দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম: সকাল ৬:৫৫ (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা:

দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম: রাত ৯:২৮

শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯:৩২

শহীদ ক্ষুদিরাম থেকে দমদম: রাত ৯:৪৪

আরও পড়ুন- Independence Day 2025:রবিবার নয়, বাংলার শতাব্দী প্রাচীন এই স্কুলে ছুটি সোমবার, নেপথ্যে স্বাধীনতার গৌরবোজ্বল কাহিনী!

বিশেষ রাতের পরিষেবা:

শহীদ ক্ষুদিরাম থেকে রাত ৯:৪৩

দমদম থেকে রাত ৯:৪০

গ্রিন লাইন-১ (Green Line-1)

Advertisment

গ্রিন লাইন-১-এ সেদিন দৈনিক ১০৮টির পরিবর্তে মোট ৯২টি পরিষেবা চলবে (৪৬টি UP + ৪৬টি DN)।

আরও পড়ুন- ISKCON:শিয়ালদহ থেকে AC লোকাল ট্রেনে সরাসরি মায়াপুর ISKCON-এ? স্বপ্নের সফর নিয়ে চর্চা তুঙ্গে

প্রথম পরিষেবা:

শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর V: সকাল ৬:৩৫ (কোনও পরিবর্তন নেই)

সল্ট লেক সেক্টর V থেকে শিয়ালদহ: সকাল ৬:৪০ (কোনও পরিবর্তন নেই)

শেষ পরিষেবা:

শিয়ালদহ থেকে সল্ট লেক সেক্টর V (কোনও পরিবর্তন নেই)

সল্ট লেক সেক্টর V থেকে শিয়ালদহ (কোনও পরিবর্তন নেই)

গ্রিন লাইন-২ (Green Line-2)

গ্রিন লাইন-২-এ দৈনিক ১৩৪টির পরিবর্তে মোট ১২৪টি পরিষেবা চলবে (৬২টি UP + ৬২টি DN)।

প্রথম পরিষেবা:

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (কোনও পরিবর্তন নেই)

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান (কোনও পরিবর্তন নেই)

আরও পড়ুন- Independence Day 2025:বর্ধমানের বিপ্লবীদের অম্লান গৌরব: আজও শিহরণ জাগায় ঐতিহাসিক কীর্তি

শেষ পরিষেবা:

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (কোনও পরিবর্তন নেই)

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান (কোনও পরিবর্তন নেই)

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার স্বাধীনতা দিবসে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা মিলবে।

kolkata kolkata metro Independence Day 2025