বোমার আঘাতে হাত উড়ে গেল যুবকের। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরভূমের নলহাটিতে এই বোমাবাজির ঘটনাটি ঘটে গতকাল রাতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে, বীরভূমের নলহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাথর শিল্পাঞ্চল যাওয়ার রাস্তার ধারে। জখম যুবকের নাম সিলন শেখ। বুধবার গভীর রাতে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখম যুবক সিলন শেখের বাবা গোলাম মোস্তফা বলেন, "রাতে খবর পাই যে ছেলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে গিয়ে দেখি ছেলের ডান হাতের কব্জি উড়ে গিয়েছে। হাতের হাড়ও বেশ কিছুটা বেরিয়ে চলে এসেছে।"
আরও পড়ুন-West Bengal News live updates:সাতসকালে কলকাতায় মৃতদেহ উদ্ধার, খুন না নেপথ্যে অন্য কারণ? তদন্তে পুলিশ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরোনো বিবাদের জেরে বোমা ছুড়তে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। তবে কাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছিল তা এখনও স্পষ্ট হয়নি। বিষয়টি পুলিশও মুখে কুলুপ এঁটেছে। এই ঘটানকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও তৃণমূলের শহর সভাপতি পিন্টু সিং বলেন, "আমি বাইরে আছি। বিষয়টা আমার জানা নেই।"
আরও পড়ুন- mysterious death: বাংলাদেশ সীমান্তে কৃষকের রহস্যমৃত্যুতে তুমুল উত্তেজনা, ক্ষোভে ফেটে পড়েছে পরিবার