Nalhati bomb blast:বোমার আঘাতে হাত উড়ল যুবকের, নলহাটিতে আটক ৩

Bomb blast: ফের বোমাবাজি বীরভূমে। বেমাার আঘাতে এক যুবকের হাত উড়ে গিয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

Bomb blast: ফের বোমাবাজি বীরভূমে। বেমাার আঘাতে এক যুবকের হাত উড়ে গিয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

author-image
Ashis Kumar Mondal
New Update
Birbhum Nalhati bomb blast man loses hand  ,Nalhati West Bengal explosion hand severed,  Birbhum homemade bomb accident hand injured,  Young man loses hand in Nalhati bomb explosion,  Birbhum crude bomb mishap casualties,বীরভূম নলহাটিতে বোমা বিস্ফোরণে যুবকের হাত পড়ে গেল  ,নলহাটিতে বোমা ফেটে যুবকের হাত বিচ্ছিন্ন,  ঘরে সংরক্ষিত বোমা বিস্ফোরে হাত উড়ে যাওয়ার ঘটনা  ,নলহাটিতে বোমা ফেটে হাত ছিন্ন হওয়া,  নিজ বাড়িতেই বোমা রাখা ভুলে হাত হারানো যুবক

Nalhati Police Station: নলহাটি থানা।

বোমার আঘাতে হাত উড়ে গেল যুবকের। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরভূমের নলহাটিতে এই বোমাবাজির ঘটনাটি ঘটে গতকাল রাতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করেছে।

Advertisment

ঘটনাটি ঘটেছে, বীরভূমের নলহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাথর শিল্পাঞ্চল যাওয়ার রাস্তার ধারে। জখম যুবকের নাম সিলন শেখ। বুধবার গভীর রাতে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জখম যুবক সিলন শেখের বাবা গোলাম মোস্তফা বলেন, "রাতে খবর পাই যে ছেলে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে গিয়ে দেখি ছেলের ডান হাতের কব্জি উড়ে গিয়েছে। হাতের হাড়ও বেশ কিছুটা বেরিয়ে চলে এসেছে।"

Advertisment

আরও পড়ুন-West Bengal News live updates:সাতসকালে কলকাতায় মৃতদেহ উদ্ধার, খুন না নেপথ্যে অন্য কারণ? তদন্তে পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরোনো বিবাদের জেরে বোমা ছুড়তে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। তবে কাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছিল তা এখনও স্পষ্ট হয়নি। বিষয়টি পুলিশও মুখে কুলুপ এঁটেছে। এই ঘটানকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও তৃণমূলের শহর সভাপতি পিন্টু সিং বলেন, "আমি বাইরে আছি। বিষয়টা আমার জানা নেই।"

আরও পড়ুন- mysterious death: বাংলাদেশ সীমান্তে কৃষকের রহস্যমৃত্যুতে তুমুল উত্তেজনা, ক্ষোভে ফেটে পড়েছে পরিবার

Violence Bengali News Today Birbhum Blast