West Bengal News updates:তৃণমূলের 'ভাষা আন্দোলন', ঝাড়গ্রামে মণীষীদের ছবি হাতে পথে মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal News Updates 6 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 6 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
tmc protest rally jhargram,mamata banerjee, bengali harrasment,west bengal news today,bengali news today,kolkata news,ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়,ভাষা আন্দোলন

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates:বাংলা ভাষা রক্ষায় তৃণমূলনেত্রীর পদযাত্রা। বুধবার ঝাড়গ্রামে মনীষীদের ছবি নিয়ে মিছিলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার প্রতিবাদে ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি হাতে প্রতিবাদ মিছিলে সামিল অগণিত তৃণমূলের কর্মী-সমর্থক। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে ঝাড়গ্রামে পথে নেমে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। তৃণমূলনেত্রীর সঙ্গে প্রতিবাদ মিছিলে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। 

Advertisment

উত্তর ২৪ পরগনার বারাসাতে শুভেন্দু অধিকারীর সভাস্থলে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে। BJP-র সঙ্গে তৃণমূলের কর্মীদের সংঘর্ষ বেধে যায়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ বারাসাতে টাকি রোডের ধারে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভার আগে গোটা এলাকা ছেয়ে গিয়েছিল তৃণমূলের পতাকায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপি কর্মীদের সঙ্গে শাসকদলের কর্মীদের সংঘর্ষ বেধে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

আরও পড়ুন- Nalhati bomb blast:বোমার আঘাতে হাত উড়ল যুবকের, নলহাটিতে আটক ৩

Advertisment

খাস কলকাতা শহরের প্রাণকেন্দ্র চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে একটি ভ্যান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। রাস্তার উপরে ভ্যানের উপরে ওই ব্যক্তি পড়েছিলেন। বুধবার সকালে বউবাজার থানায় বিষয়টি জানান স্থানীয়রা। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেছেন। অসুস্থ হয়ে মৃত্যু নাকি খুন? তা নিয়ে ধন্দে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

আরও পড়ুন- Kolkata rain forecast:ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট!

আরও পড়ুন-Uttarkashi cloudburst 2025: উত্তরকাশীতে ফের প্রকৃতির ধ্বংসলীলা, হড়পা বানে মৃত্যুমিছিল! সীমাহীন ক্ষয়ক্ষতিতে হাহাকার!

  • Aug 06, 2025 15:11 IST

    Kolkata News Live Updates:কল্যাণের প্রশংসায় শুভেন্দু

    কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "কল্যাণ-মহুয়া ঝগড়া এসবের ফাইনাল কিছু নেই, এগুলো কিচ্ছু নয়! তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জির তুলনা করেন আমি বলব কল্যাণ ব্যানার্জি ২০১১-এর পরে আসা লোক নয়। কল্যাণ ব্যানার্জির মুখ খুব খারাপ। আমাকেও অনেক আজেবাজে কথা বলেন। আগের ভাইস প্রেসিডেন্টকেও অপমান করেছেন। কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে তোলাবাজ ভাইপোর কোনও তুলনা চলে না। উনি রাজনীতির লোক, শিক্ষিত মানুষ।"



  • Aug 06, 2025 13:40 IST

    Kolkata News Live Updates:কৃষকের রহস্যমৃত্যু

    ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর কাছে আধার কার্ড জমা দিয়ে চাষ করতে গিয়ে চর এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক কৃষকের। মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর আজ বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার জগতাই শ্মশানঘাট সংলগ্ন বর্ডার থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কৃষকের নাম নুরুদ্দিন শেখ (৫০)। তার বাড়ি সুতি থানার দেবীপুর গ্রামে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কৃষকের কাজ করেন নুরুদ্দিন নামে ওই ব্যক্তি। ভারত-বাংলাদেশ সীমান্তে নিজস্ব জমি রয়েছে তার। 

    বিস্তারিত পড়ুন- mysterious death: বাংলাদেশ সীমান্তে কৃষকের রহস্যমৃত্যুতে তুমুল উত্তেজনা, ক্ষোভে ফেটে পড়েছে পরিবার



  • Aug 06, 2025 13:39 IST

    Kolkata News Live Updates:উত্তরকাশীতে উদ্ধারকাজ জারি

    উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকালের পর আজও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। উত্তরাখণ্ড জেলা প্রশাসনের কর্মীদের সঙ্গেই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। দুর্গত এলাকায় সেনা-জওয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।



  • Aug 06, 2025 13:32 IST

    Kolkata News Live Updates:বোমার আঘাতে হাত উড়ল যুবকের

    বোমার আঘাতে হাত উড়ে গেল যুবকের। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরভূমের নলহাটিতে এই বোমাবাজির ঘটনাটি ঘটে গতকাল রাতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করেছে।

    বিস্তারিত পড়ুন- Nalhati bomb blast:বোমার আঘাতে হাত উড়ল যুবকের, নলহাটিতে আটক ৩



  • Aug 06, 2025 11:56 IST

    Kolkata News Live Updates:BJP-TMC 'সেটিং' গুঞ্জন!

    নন্দীগ্রামে সমবায় ভোটের আগে তৃণমূল কংগ্রেস এবং BJP-র আসন সমঝোতার অভিযোগ উঠল। ভোটের খরচ বাঁচাতে এমন সমঝোতার পথ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বেশ কয়েকজন নেতা। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির একটি ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চর্চা ছড়িয়েছে এলাকায়। CPM-এর দাবি, নিজেদের পিঠ বাঁচাতে আসন রফা করেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। ১২ আসন বিশিষ্ট এই সমবায় পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচন রয়েছে আগামী ১৭ আগস্ট। 

    বিস্তারিত পড়ুন- BJP-TMC:খাস শুভেন্দুর গড় নন্দীগ্রামেই তৃণমূলের সঙ্গে 'বড়সড় সেটিং' BJP-র? নেতাদের কথাতেই বাড়ছে গুঞ্জন



  • Aug 06, 2025 11:34 IST

    Kolkata News Live Updates:পুরসভায় বিক্ষোভ

    চার বছর ধরে হাঁটু সমান জলে ডুবে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নিশ্চিন্তপুর। প্রায় দুই হাজার মানুষ বৃষ্টির জল, রোগ, দুর্গন্ধ আর সাপের আতঙ্ক নিয়ে বছরের পর বছর ধরে বেঁচে আছেন এক অবর্ণনীয় নরক-যন্ত্রণায়। অবশেষে ধৈর্যের সীমা ছাড়াল।

    বিস্তারিত পড়ুন- waterlogging: ৪ বছর ধরে জলবন্দি এলাকা, ভাঙল ধৈর্য্যের বাঁধ! তিতিবিরক্ত বাসিন্দারা শেষমেশ যা করলেন...



  • Aug 06, 2025 11:05 IST

    Kolkata News Live Updates:DA মামলার শুনানি

    আজ রাজ্যের DA মামলার শুনানি সুপ্রিম কোর্টে। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। সেই শুনানি এখনও চলছে। ডিএ মামলা নিয়ে আজ শীর্ষ আদালতে কী হয় সেদিকে নজর থাকবে।



  • Aug 06, 2025 10:24 IST

    Kolkata News Live Updates:ভারী বৃষ্টির পূর্বাভাস

    ফের এক দফায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। গতরাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলেছে। বুধবার ভোর রাত থেকে শহর কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় কোথাও হালকা কোথাও মাঝারি বা ঝিরঝিরে বৃষ্টি চলছে। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata rain forecast:ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট!



  • Aug 06, 2025 10:22 IST

    Kolkata News Live Updates: অভিষেকের নির্দেশ

    দলের জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বছর ঘুরলেই ২০২৬-এর বিধানসভা ভোট। তার আগের এই ক'মাস দলর নেতাদের রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের দুরন্ত প্রচারের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একেবারে তৃণমূল স্তর পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা, সুফল সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতে দলের নেতা-কর্মীদের উল্লেখযোগ্য ভূমিকা নিতে নির্দেশ তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের। 


    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee:বছর ঘুরলেই '২৬-এর ভোট, ভার্চুয়াল বৈঠকে দলের নেতাদের দুরন্ত নির্দেশ অভিষেকের



Suvendu Adhikari Bengali News Today CM Mamata banerjee news of west bengal