West Bengal Weather Update 2 January 2025: নতুন বছরের শুরু থেকেই ঠান্ডার জোরালো দাপট শুরু। শহর থেকে জেলা সর্বত্র শীতের কামড় অব্যাহত। বুধবার বছরের প্রথম দিনের পর বৃহস্পতিবারেও হাড়কাঁপানো শীত রাজ্যের সর্বত্র। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী দিন সাতেক সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে প্রবল শীতের মাঝেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন গোটা রাজ্যে কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি? এসব নিয়েই রইলো আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রার পতন শুরু হয়েছে গোটা রাজ্যে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন সাতেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও শীতের প্রবল কামড় আজ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শীতের জমাটি মেজাজ থাকবে আপাতত আরও কিছুদিন। অর্থাৎ শীতের জোরালো দাপট আপাতত আগামী দিন পাঁচেক স্থায়ী হবে এই জেলাগুলিতে। আপাতত আগামী এক সপ্তাহ জমিয়ে শীতের অনুভূতি মিলবে দক্ষিণবঙ্গের সর্বত্র।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও শীতের জমাটি আমেজ রয়েছে। নতুন বছরের প্রথম দিনেও শীতের জোরালো দাপট ছিল কলকাতায়। এরপর আজ নয়া বছরের দ্বিতীয় দিনেও শীতের জমাটি মেজাজ শহর কলকাতায়। বুধবারের পর বৃহস্পতিবারেও শীতের দাপট মহানগরীতে। বৃহস্পতিবার তিলোত্তমা মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দিন কয়েক কলকাতার তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
শীতের দাপট জারি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। কাঁপানো শীতে দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। উত্তরবঙ্গের সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে ঠাসা ভিড়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী ৭ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আগামী দিন কয়েক শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
আরও পড়ুন- LPG Prices From January 1: বছরের প্রথম দিনেই বিরাট স্বস্তি, রান্নার গ্যাসের দাম কমল অনেকটাই!
বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী ৭ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
আরও পড়ুন- Bangladesh Election: বাংলাদেশ নির্বাচনে লড়বেন হাসিনা? বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের