বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে মারল প্রেমিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানা এলাকায়। কিশোরীর দাদার অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আবু শেখ। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার আমাইপুর গ্রামে। সে মহারাষ্ট্রে রাজমিস্ত্রির কাজ করে। সেখান থেকেই ‘ফেসবুকে’ পরিচয় হয় পাইকর থানা এলাকার ওই কিশোরীর সঙ্গে। জখম কিশোরীটি দশম শ্রেণির ছাত্রী।
মাস তিনেক ধরে ফেসবুকের মাধ্যমেই দু'জনের প্রেমালাপ চলে। ঈদ (Eid) উপলক্ষে শনিবার গ্রামের বাড়িতে ফেরে আবু। তার আগেই দু'জনের মধ্যে প্রথমবার সাক্ষাতের কথা হয়েছিল। সেই মতো আবু কিশোরীর গ্রামে পৌঁছে যায়। কিশোরীর দাবি, আবু তাকে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রাজি না হওয়ায় পকোট থেকে অ্যাসিডের বোতল বের করে মুখে ছুঁড়ে দেয়। কিশোরী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুতে আসে।
আরও পড়ুন- West Bengal News Live: ঈদের সকালে রিজওয়ানুরের বাড়িতে মুখ্যমন্ত্রী, কথা পরিবারের সদস্যদের সঙ্গে
এই ঘটনার পরেই গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক। জখম কিশোরীকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই কিশোরী বলে, “আমি সাইকেল নিয়ে বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম। আগে থেকেই আবু রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এরপর আমাকে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে যায়। বলে আজকেই বিয়ে করতে হবে। আমি বলেছিলাম দুই বাড়িতে বিষয়টা জানাতে। বাড়ির লোকজন বিয়েতে রাজি না হলে তখন দেখা যাবে। কিন্তু তাতে রাজি হয়নি আবু। আমার মোবাইল কেডে নেয়। আমি মোবাইল দেওয়ার জন্য চাপ দিতে থাকলে পকেট থেকে অ্যাসিড বের করে মুখে ছোঁড়ে। আমার মুখে, হাতে এবং ঘাড়ে অ্যাসিড লেগে পুড়ে যায়।”
আরও পড়ুন- Mamata Banerjee On Eid Controversy: 'সম্প্রীতির বাংলায় আগুন নিয়ে খেলছে', BJP-কে তুলোধনা মমতার
এদিকে কিশোরীর দাদা বলেন, “বোনের উপর যে হামলা করেছে তাকে শাস্তি দিতে হবে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি”। যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।