/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/fire-7591.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে আগুন। স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের একটি দোকানে আগুন লেগে যায়। সোমবার দুপুরে মুহূর্তের মধ্যে লাগোয়া বেশ কয়েকটি দোকানে সেই আগুন ছড়িয়ে পড়ে। রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেন দেন স্থানীয়রা। দাউদাউ করে আগুন জ্বলে উঠে কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এদিকে স্টেশনের উপর এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ডায়মন্ড হারবার শাখায় ব্যাহত ট্রেন চলাচল। চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা।
রাজ্যে মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও এবার চাঞ্চল্যকর দুর্নীতি প্রকাশ্যে। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার OMR শিটে কারচুপি হয়েছে বলে অভিযোগ উঠেছিল ২০২২ সালে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তারপরেই OMR শিট পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। CFSL-সেই রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানানো হয়েছে, প্রতিটি খাতায় অন্তত একটি জায়গায় এমন কালি দিয়ে গোল করা হয়েছে যার সঙ্গে সেই পরীক্ষার্থীর পেনের কালির কোনও মিলই পাওয়া যায়নি।
ইদের (Eid al-Fitr) দিন সকালে পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এদিন রিজওয়ানুরদের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রিজের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে প্রতি বছরের মতো রেড রোডে যান মুখ্যমন্ত্রী। সেখানে ঈদের নামাজে হাজির হয়ে উপস্থিত ধর্মপ্রাণ মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই পার্ক সার্কাসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে তিনি রিজওয়ানুরদের বাড়িতে পৌঁছোন মুখ্যমন্ত্রী। সেখানে থাকা রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতেও মালা দেন তিনি।
-
Mar 31, 2025 14:23 IST
West Bengal News Live: নোনা জল ঢুকে প্লাবিত কৃষি জমি
নোনা জল ঢুকে প্লাবিত কৃষি জমি। বেশ কয়েকটি পুকুরেও ঢুকেছে নোনা জল। ঘটনাটি পাথরপ্রতিমার দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতের কামদেব নগরের। জানা গিয়েছে, ওই এলাকার শ্মশান ঘাটের কাছে একটি সুইলিশ রয়েছে। রবিবার দুপুরে ওই সুইলিশের পাশে নদী বাঁধে ধ্বস নিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। সেখান থেকে হু হু করে নোনাজল ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে প্রায় ৫০ বিঘা কৃষি জমি প্লাবিত হয়ে যায়। রবিবার অমাবস্যার ভরা কটাল ছিল। জোয়ারের সময় হঠাৎই নদী বাঁধে বড় গর্তের সৃষ্টি হয়। সেখান থেকে জল ঢুকতে শুরু করে।
-
Mar 31, 2025 14:21 IST
West Bengal News Live:হাতেনাতে 'ভূতুড়ে কাণ্ড' ধরলেন বিধায়ক
দুই বাংলাদেশী ভোটারের নাম এরাজ্যের ভোটার তালিকায়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এই ঘটনা এখন রীতিমতো চর্চায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ভোটার তালিকা ধরে খোঁজ-খবর চালাচ্ছিলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনিই ওই দুই 'ভূতুড়ে ভোটারের' হদিশ উদ্ধার করেছেন। এই নিয়ে তিনজন বাংলাদেশীর ভোটারের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন তপন চট্টোপাধ্যায়। এই খবর জানাজানি হতেই বঙ্গের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এক্ষেত্রে রাজ্য প্রশাসন ও রাজ্যের শাসক দলকেই দায়ী করেছে বিজেপি নেতৃত্ব।
বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: ভোটার তালিকায় নাম বাংলাদেশিদের, হাতেনাতে 'ভূতুড়ে কাণ্ড' ধরলেন বিধায়ক
-
Mar 31, 2025 12:53 IST
West Bengal News Live:অ্যাসিড হামলা
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে মারল প্রেমিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানা এলাকায়। কিশোরীর দাদার অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Acid Attack: প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব, কিশোরী বেঁকে বসায় ইদের আগের দিন সাংঘাতিক কাণ্ড ঘটাল যুবক -
Mar 31, 2025 11:44 IST
West Bengal News Live: রামনবমীর মিছিলে থাকবেন শওকত মোল্লা
এবার ক্যানিংয়ে রামনবমীর মিছিলে হাজির থাকবেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পশ্চিমের বিধায়ক এব্যাপারে বলেন, "অনেকে সেখানে উপস্থিত হন। হিন্দু-মুসলমান জাতি-ধর্ম নির্বিশেষে সেখানে অংশ নেয়। এবার আমাকে ওরা (রামনবমীর মিছিলের আয়োজক) আমন্ত্রণ জানিয়েছে। রাজনীতি রাজনীতির জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা কাপুরুষ। ক্যানিংয়ে রামনবমীর মিছিলে আমি থাকব। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের দাঙ্গা বাধানোর মনোভাব। আমাদের এলাকার হিন্দু মুসলমান একত্রিত হয়ে এই মিছিলে থাকবেন।"
-
Mar 31, 2025 11:31 IST
West Bengal News Live:শওকতকে বেনজির আক্রমণ দিলীপের
আবারও দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় শওকত মোল্লা (Saokat Molla)। ক্যানিংয়ে রামনবমীর (Ramnavami) মিছিলে থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এদিন শওকতকে নিশানা করে দিলীপের মন্তব্য, "এত দম থাকলে নওদা-মোথাবাড়িতে যাক। যেখানে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে।"
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh:'চোর-ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না', শওকতকে বেনজির আক্রমণ দিলীপের
-
Mar 31, 2025 10:36 IST
West Bengal News Live:যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
সোমবার ভোররাতে নিউটাউনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন ভোররাতে নিউটাউনের ১৪ নম্বর ট্যাংক এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ওই এলাকায় গিয়ে পৌঁছোয় ইকো পার্ক থানার পুলিশ। যুবককে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিস্তারিত পড়ুন- Newtown: কলকাতার নাকের ডগায় হাড়হিম কাণ্ড! যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
-
Mar 31, 2025 10:14 IST
West Bengal News Live:আজ ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া?
অস্বস্তি বাড়াচ্ছে চৈত্রের গরম। গত সপ্তাহের শুরু থেকেই গরম বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় গরম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। বেড়েই চলেছে তাপমাত্রা। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়াই বা কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: আজ ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া? বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টি? জানুন ওয়েদার আপডেট
-
Mar 31, 2025 10:13 IST
West Bengal News Live:কলেজগুলিতে ছাত্র ভোট, কী জানালেন শিক্ষামন্ত্রী?
অবশেষে রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন খোদ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরেই হতে পারে ছাত্র সংসদের নির্বাচন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সবুজ সংকেত মিললেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।