police have been attacked to catch miscreants: আবারও রাজ্যে আক্রান্ত পুলিশ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, মুর্শিদাবাদের ডোমকলের পর এবার ঘটনাস্থল বীরভূমের সিউড়ি। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করা দুই যুবককে গ্রামবাসীরা মারধর করেছে খবর পেয়ে এলাকায় গিয়েছিল পুলিশ। ওই দুই যুবককে ধরে থানায় আনতে গিয়েই বাধে বিপত্তি। গ্রামবাসীরাই উল্টে চড়াও হয় পুলিশের উপর। থানার আইসি-র কলার ধরে টানাটানি করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন পুলিশকর্মীকে মারধর পর্যন্ত করা হয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ির মল্লিকপুর পঞ্চায়েতের মিনিস্ট্রিল গ্রামে দুই যুবক মঙ্গলবার সকালে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকেছিল। গ্রামবাসীরা বিষয়টি টের পেতেই ওই দুই যুবককে ধাওয়া করে ধরে ফেলে। তাদের বেধড়ক মারধর করা হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ওই দুই যুবককে পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় পাল্টা পুলিশের উপর গিয়ে পড়ে জনরোষ। ওই দুই যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন গ্রামবাসীদের একাংশ। বাধা দিতে গেলে কয়েকজন পুলিশকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। থানার আইসি-ও ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি ওই দুই যুবককে উদ্ধার করতে গেলে কয়েকজন তাঁর কলার চেপে ধরে বলে অভিযোগ।
আরও পড়ুন- Struggle Story: জীবন-যুদ্ধে জয় ছিনিয়ে নিতে ইস্পাতকঠিন লড়াই! আইনের ছাত্রীর একীর্তি দারুণ চর্চায়!
এভাবে পুলিশকর্মীদের ওপর গ্রামবাসীদের একটি বড় অংশ চড়াও হওয়ার পর প্রথমে পুলিশ পিছু হটে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি সামাল দিতে এরপর শুরু হয় লাঠিচার্জ। ব্যাপক লাঠিচার্জ করে এলাকা ফাঁকা করে দেয় পুলিশ। ওই দুই যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই দুই যুবকের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল, আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে পেল, এব্যাপারে যাবতীয় তথ্য জানার চেষ্টায় পুলিশ।
আরও পড়ুন- West Bengal News Live: 'পরিষ্কার করে বলুন কী চাই, টাকা'? মদনের বেলাগাম নিশানায় আরজি করের নির্যাতিতার পরিবার