Junior Doctor's protest: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতির বিচার চান তিনিও। স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনা কর্মসূচিতে তাঁর পুরোপুরি সমর্থন রয়েছে। তবে বয়সের ভারে সশরীরে সেই ধরনাস্থলে হাজির থাকতে পারছেন না তিনি। তাতে কি! নিজের জমানো ১০,০০০ টাকা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের স্বার্থে পাঠিয়েছেন বীরভূমের অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নেহময়ী সরকার।
বীরভূমের সিউড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নেহময়ী সরকার। বীরভূমের তাঁতিপাড়া ইন্ডিয়ান টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যু মন থেকে মেনে নিতে পারেননি ৭৬ বছরের এই বৃদ্ধা। এ ব্যাপারে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে আগাগোড়া সমর্থন জানিয়েছেন তিনি। সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার নিজের জমানো ১০ হাজার টাকা তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে পাঠিয়েছেন।
আরজি কর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে উত্তাল গোটা বাংলা। ৫ দফা দাবিতে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে গত কয়েকদিন ধরে চলছে টানা অবস্থান-আন্দোলন। জুনিয়ার চিকিৎসকদের বুঝিয়ে কাজে ফেরাতে চেষ্টার খামতি রাখছে না রাজ্য সরকার।
আরও পড়ুন- Bengal Weather: কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! আজও অঝোরে বৃষ্টি জেলায়-জেলায়, আবহাওয়ার উন্নতি কবে?
আরও পড়ুন- Junior Doctor's Protest on RG Kar Issue: কালীঘাটের বৈঠকও বানচাল, 'দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়', চন্দ্রিমার মক্তব্যে ক্ষুব্ধ ডাক্তাররা
বারবার তাঁদের বৈঠকে ডাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নবান্নে বৈঠকের একটি প্রবল সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। ফের একবার গতকাল কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে ডেকেছিলেন জুনিয়র ডাক্তারদের। শেষ মুহূর্তে সেই বৈঠকও বানচাল হয়ে গিয়েছে। সব মিলিয়ে আরজি কর কাণ্ডের জেরে তৈরি অচলাবস্থা কিছুতেই কাটছে না। যার বড়সড় প্রভাব পড়ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়।
আরও পড়ুন- Junior Doctor's Protest on RG Kar Issue: কালীঘাটের বৈঠকও বানচাল, 'দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়', চন্দ্রিমার মক্তব্যে ক্ষুব্ধ ডাক্তাররা