Advertisment

Junior Doctor's Protest on RG Kar Issue: কালীঘাটের বৈঠকও বানচাল, 'দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়', চন্দ্রিমার মক্তব্যে ক্ষুব্ধ ডাক্তাররা

Junior Doctor's Protest-Mamata Banerjee: ৫ দফা দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে একটানা অবস্থান-আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে নবান্নে তাঁদের বৈঠকে ডেকেছিল রাজ্য। সেই বৈঠকও ভেস্তে গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
junior doctor's and mamata banerjee meeting was again collapsed , কালীঘাট, মমতা বন্দ্যোপাধ্যায়, জুনিয়র চিকিৎসক

মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে তাঁর বৈঠক ভেস্তে গেল।

Junior Doctor's Protest: ৫ দফা দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে একটানা অবস্থান-আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল জুনিয়র ডাক্তারদের ধরনাস্থলে গিয়ে হাজির হান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মুখ্যমন্ত্রীর তরফে তাঁর কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে যেতে অনুরোধ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তাঁর বাড়িতে গিয়ে হাজির হন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। তবে শেষমেষ সেই বৈঠকও ভেস্তে যায়।

Advertisment

অচলাবস্থা কিছুতেই কাটছে না। গতকাল সন্ধেয় সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে বাসে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী নিজে এসে জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন, বৈঠকের ভিডিও পর্ব সরকারিভাবে করা হবে। বৈঠকের মিনিটস তৈরি করে দেওয়া হবে এবং তাতে দু'পক্ষেরই সই থাকবে।

জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করেছিলেন বৈঠকের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পর নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন জুনিয়র ডাক্তাররা। কিছুক্ষণ পরেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাইরে বেরিয়ে এসে আন্দোলনকারীদের জানান, তাঁরা শুধু মিনিটস দিতেই রাজি আছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরাও বৈঠকে বসতে রাজি, আলোচনা করে সমস্যা মেটাতে তাঁরা তৈরি।

আরও পড়ুন- RG Kar Incident: আরজি করে ধর্ষণ-খুনে গ্রেফতার সন্দীপ ঘোষ, CBI জালে টালা থানার OC

আরও পড়ুন- Dev on Mamata: জট কাটাতে মুখ্যমন্ত্রীর দুরন্ত উদ্যোগ, প্রশংসায় ভরালেন অভিনেতা দেব

কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি, এরপরেই চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আজ আর বৈঠক হবে না। রাত ন'টা নাগাদ একে একে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন মুখ্যসচিব মনোজ পন্থ-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা বলেন, "মুখ্যমন্ত্রী বলার পর আমরা কার্যবিবরণীতে সই করেই বৈঠকে রাজি ছিলাম। কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়ে দিলেন আর বৈঠক সম্ভব নয়। অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে। বললেন তোমরা চলে যাও।"

আরও পড়ুন- Kalatan Dasgupta Arrest: কলতানকে গ্রেফতারে ষড়যন্ত্র দেখছে সিপিএম, 'মাথা' ধরার দাবি তৃণমূলের

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই কথায় ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অনেকে কান্নাতেও ভেঙে পড়েন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য তাঁরা এদিন ঘন্টার পর ঘন্টা তাঁর বাড়ির সামনে অপেক্ষা করেছেন। অঝোর ধারায় বৃষ্টিতে ভিজেও তাঁরা শুধুমাত্র বৈঠকের জন্য অপেক্ষা করেছিলেন। সেই বৈঠকের পরিবেশ তৈরি হওয়ার পরেও শেষমেষ ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা।

protest CM Mamata banerjee RG Kar Case
Advertisment