/indian-express-bangla/media/media_files/xhnZoaxQ6EOjscoId3qi.jpg)
শহর কলকাতার জল-ছবি।
Bengal Weather Forecast: খাতায় কলমে এটা শরৎকাল। এখনও পিছু ছাড়ছে না বৃষ্টি। গভীর নিম্নচাপের কারণে শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় বৃষ্টি চলছে। কলকাতার কাছেই রয়েছে এই গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ডের দিকে। ধীরে ধীরে তা সরে যাবে ঝাড়খণ্ডের দিকে। তবে নিম্নচাপের জেরে রবিবারও দিনভর দফায় দফায় কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলিতে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলবে দিনভর। গভীর নিম্নচাপ এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে। সেটির অভিমুখ ঝাড়খণ্ডের দিকে। দীরে দীরে তা পড়শি রাজ্যের দিকে অগ্রসর হবে। নিম্নচাপের কারণেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে।
রবিবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আরও পড়ুন- RG Kar Incident: আরজি করে ধর্ষণ-খুনে গ্রেফতার সন্দীপ ঘোষ, CBI জালে টালা থানার OC
এদিকে, সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই বড় পুজোগুলির মণ্ডপ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মাঝারি ও ছোট পুজোগুলিও মণ্ডপ তৈরির কাজ শুরু করে দিয়েছে। সেই সঙ্গে পটুয়াপাড়াগুলিতে চলছে দেবী মূর্তি তৈরির কাজ। শারদোৎসবের আগে আগে আবহাওয়ার এমন দশায় একদিকে যেমন মাথায় হাত পুজা উদ্যোক্তাদের তেমনই দুশ্চিন্তায় মৃৎ শিল্পীরাও।
আরও পড়ুন- Kalatan Dasgupta Arrest: কলতানকে গ্রেফতারে ষড়যন্ত্র দেখছে সিপিএম, 'মাথা' ধরার দাবি তৃণমূলের