New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/18/6U8DVKZUzYXRNjvbFMou.jpg)
মাধ্যমিক পরীক্ষার মধ্যেই মাইক বাজিয়ে সভা করলেন তৃণমূল বিধায়ক।
মাধ্যমিক পরীক্ষার মধ্যেই মাইক বাজিয়ে সভা করলেন তৃণমূল বিধায়ক।
Biswanath Das Tmc MLA of Jaynagar inaugurated party office by playing microphone during Madhyamik 2025: চলছে মাধ্যমিক পরীক্ষা। এরই মাঝে নাগাড়ে মাইক বাজিয়ে দলের শ্রমিক সংগছনের কার্যালয় উদ্বোধনে মেতে উতে দেখা গেল জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসকে। বিশ্বনাথবাবু পেশায় একজন স্কুলশিক্ষকও। মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজানোয় নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার দলের কর্মসূচিতে ব্যস্ত রইলেন খোদ বিধায়ক। দক্ষিণ বারাসত রেল স্টেশন সংলগ্ন এলাকায় রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে তারস্বরে বাজলো একাধিক মাইক। যার জেরে যারপরনাই অস্বস্তির মুখে পড়তে হয়েছে এই তল্লাটের বহু মাধ্যমিক পরীক্ষার্থীকেই।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে বাজ মাইক। জয়নগর থানার পুলিশ এক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকাতেই ছিল। জয়নগরে রতৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস নিজেও পেশায় একজন শিক্ষক। তিনি বারুইপুর হাই স্কুলের শিক্ষক। জয়নগর এক নম্বর ব্লকের তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল নেতৃত্বদের সঙ্গে নিয়ে মঞ্চ বেঁধে সভা করেন তিনি। INTTUC-এর কার্যলায়ের উদ্বোধন ছিল রবিবার। দক্ষিণ বারাসত স্টেশনের কাছে সেই কার্যালয়ের উদ্বোধনেই উঠেছে আইন ভাঙার অভিযোগ।
গতকাল যে এলাকায় মাইক বাজিয়ে অনুষ্ঠান হয়েছে, তার কাছাকাছিই রয়েছে স্কুল-কলেজ। কাছেই দক্ষিণ বারাসত শিবদাস আচার্য হাই স্কুল এবং ধ্রুবচাঁদ হালদার কলেজ। বিধায়ক নিজে সেই কলেজের গভর্নিং বডির সভাপতি। ওই হাই স্কুলের সভাপতি তাঁরই বড় শ্যালক তাপস বিশ্বাস। সেই শিক্ষক-বিধায়কের এহেন কীর্তিতে বিরোধী দলগুলির পাশাপাশি সমালোচনায় মুখর হয়েছেন তাঁরই দলের জেলা পরিষদের সদস্য তথা জয়নগর লোকসভার তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডলের প্রতিনিধি খান জিয়াউল হক। যদিও সংবাদমাধ্যমের কাছে মাইক বাজানোর কথা অস্বীকার করেছেন বিধায়ক।
বরং তাঁর সাফাই, সাউন্ড বক্স নিয়ে ইনডোর সভা করেছেন। বিধায়কের সেই প্রকাশ্য সভার ছবি রীতিমতো নেট দুনিয়ায় ততক্ষণে ছড়িয়ে পড়েছে। যেখানে বিধায়ককে মাইক্রোফোন হাতে দক্ষিণ বারাসত ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রাস্তার ওপর সভা করতে দেখা গিয়েছে। ব্লকে দলের সব ছোট-বড়-মাঝারি নেতারাও ছিলেন সেই সভায়।
আরও পড়ুন- West Bengal News Live:আজ বিধানসভার অন্দরে মমতা, বাইরে ধরনায় শুভেন্দু