BJP could not field candidates in Kanthi cooperative elections: হলদিয়ার পর এবার কাঁথিতেও সমবায় সমিতির নির্বাচনে সাফল্য সিপিএমের। সমবায় ভোটে প্রার্থীই দিতে পারল না প্রধান বিরোধী দল BJP। খাস শুভেন্দু অধিকারীর গড়েই প্রার্থী-বিপর্যয় গেরুয়া শিবিরের। আগামী ১৪ ফেব্রুয়ারি কাঁথি- ৩ ব্লকের কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকম মণ্ডলীর নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে মনোনয়নেই তৃণমূল-বিজেপিকে টেক্কা দিল সিপিএম। এই সমবায়ের মোট আসন সংখ্যা ৯। দেখা গেল ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে সিপিএম।
বাকি চারটি আসনে প্রার্থী জোগাড় করেছে তৃণমূল। তবে বিজেপি একটি আসনেও প্রার্থী দিতে পারেনি। প্রার্থী দেওয়া নিয়ে বড়সড় এই বিপর্যয়ের দায় স্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। এর পিছনে কী গাফিলতি রয়েছে সে ব্যাপারে পর্যালোচনা করা হবে বলে মত তৃণমূলের ব্লক নেতাদের। ওই সমবায়টি কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সেই গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। ওই বিধানসভাতেও লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল। তৃণমূল ও বিজেপির শক্ত ঘাঁটিতে সিপিএমের এই সাফল্য স্বভাবতই জোর চর্চায়। এই সমবায়ে শেষ নির্বাচন হয়েছিল ২০১৫ সালে।
তখনও ওই সমবায়ের বোর্ড দখল করেছিল সিপিএম। এরপর ২০২০ সালে মেয়াদ শেষ হলেও তারপর থেকে আর নির্বাচন হয়নি। এরপর ২০২৫ সালে নির্বাচন ঘোষণা হয়। সেখানে আগের জয়ের ধারা একইভাবে বইতে সক্ষম হল সিপিএম। সিপিএমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী স্বপন কুমার দাস, জ্যোৎস্না মণ্ডল, দুলাল মণ্ডল, সিদ্ধেশ্বর সিটকে অভিনন্দন জানিয়েছেন সিপিএমের জেলা নেতারা।
আরও পড়ুন- West Bengal News Live: সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে বিরাট দুর্ঘটনা, চার যুবকের মর্মান্তিক মৃত্যু
সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য ঝড়েশ্বর বেরা বলেন, “মানুষ তৃণমূলের দুর্নীতি ও বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। তাই তৃণমূল ও বিজেপি প্রার্থী দিতে পারেনি একাধিক আসনে। এই সমবায়ে আমরাই বোর্ড গঠনর করব।”
আরও পড়ুন- RG Kar: আবারও খবরের শিরোনামে আরজি কর, চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু
স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি বিকাশ বেজ বলেন, “আগামী দিনে ওই এলাকায় সংগঠন আরও কীভাবে মজবুত করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।” বিজেপির নেতারা জানিয়েছেন, সমবায় ভোট নিয়ে তাঁরা ভাবিত নন। বিধানসভা বা লোকসভা নির্বাচনে তাঁরা নিজেদের শক্তি প্রমাণ করে দেখাবেন।
আরও পড়ুন- West Bengal Weather Update: কুয়াশার দাপট জেলায়-জেলায়, বিদায়বেলায় ফের নামতে পারে পারদ