/indian-express-bangla/media/media_files/2025/08/25/jay-b-2025-08-25-13-00-25.jpg)
Jay Banerjee death: জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত।
JoyJoy Banerjee passes away: বাংলা ছবির প্রখ্যাত অভিনেতা তথা একদা BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। গত বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শেষমেষ সোমবার সকালেই সব শেষ। মৃত্যুকালে তারকা অভিনেতার বয়স হয়েছিল ৬২ বছর।
দীর্ঘ কয়েক দশক ধরে সাফল্যের সঙ্গে অভিনয় জীবন কাটিয়ে ২০১৪ সালের আগে তিনি BJP-তে যোগ দিয়েছিলেন। বিজেপি তাঁকে বীরভূম থেকে টিকিটও দিয়েছিল। তৃণমূলের শতাব্দী রায়ের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন তিনি।
তারপর ফের ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও উলুবেরিয়া কেন্দ্র থেকে জয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। সেবারেও হার স্বীকার করতে হয়েছিল প্রখ্যাত অভিনেতাকে। যদিও পরবর্তী সময়ে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে জয় বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়। নানা সময়ে দলের বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি।
কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ছোটু নামে এক যুবক জানিয়েছেন, COPD-র রোগী ছিলেন অভিনেতা। গত ১৫ আগস্ট অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। ওই দিনই তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়েছিল।
আরও পড়ুন- High Court:হাইকোর্টে বড়সড় প্রশ্নের মুখে দুর্গাপুজোর সরকারি অনুদান, রাজ্যের কাছে রিপোর্ট তলব
মাঝে ১৬ তারিখ তাঁকে বের করা হলেও গত ১৭ তারিখ রাতে ফের তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। এরপর আজ সকালেই তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। সকাল ১১ টা ৩৫ মিনিটে প্রয়াত হয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়।