High Court:হাইকোর্টে বড়সড় প্রশ্নের মুখে দুর্গাপুজোর সরকারি অনুদান, রাজ্যের কাছে রিপোর্ট তলব

Durga Puja grant: এবারেও দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Durga Puja grant: এবারেও দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta HC 100‑day work scheme  ,100‑day project restart August 1  ,MGNREGA West Bengal interim order  ,HC allows conditions to curb corruption  ,Nodal officer MGNREGA monitoring,  3‑year suspension MGNREGA Bengal,হাইকোর্ট ১০০ দিনের কাজ,  কলকাতা হাইকোর্ট নির্দেশ ১ আগস্ট,  MGNREGA পুনরায় চালু পশ্চিমবঙ্গ  ,দুর্নীতি রোধ কেন্দ্র শর্ত আরোপ,  নোডাল অফিসার MGNREGA  ,তিন বছর বন্ধ ১০০ দিনের প্রকল্প

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

Durga Puja donation:এবার কলকাতা হাইকোর্টে বড়সড় প্রশ্নের মুখে রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান। পুজোর সরকারি অনুদান নিয়ে হিসেব দেয়নি কোন কোন পুজো কমিটি? বিস্তারিত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। 'পুজোর পরে শুনানি হোক', হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর।

Advertisment

কলকাতা হাইকোর্টে এবার বিরাট প্রশ্নের মুখে দুর্গাপুজোর সরকারি অনুদান। 'যে যে পুজো কমিটি হিসেব দিচ্ছে না তাদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে', পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের। 'প্রয়োজনে ওই পুজা কমিটিগুলোকে অনুদান দেওয়া বন্ধ করে দেওয়া হোক', এদিন এমনই বলেছেন বিচারপতি সুজয় পাল।

রাজ্যের তরফে আইনজীবী এদিন তাঁর সওয়ালে জানিয়েছেন, দুর্গাপুজোর অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আদালত। এই ব্যাপারে পুজোর পরেই শুনানির আবেদন জানিয়েছে রাজ্য।

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates: SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের সুপার অ্যাকশনে ED! তৃণমূল বিধায়কের বাড়ি-শ্বশুরবাড়িতে হানা

গত কয়েক বছরের মত এবারও দুর্গাপুজোর সরকারি অনুদান দিচ্ছে রাজ্য সরকার। গত বছরের চেয়ে এক ধাক্কায় ২৫ হাজার টাকা বেড়েছে এবারের পুজোর অনুদান। গতবার এই অঙ্ক ছিল ৮৫ হাজার টাকা। এবার সেই অনুদান বেড়ে হয়েছে এক ধাক্কায় ১ লক্ষ ১০ হাজার টাকা। 

আরও পড়ুন- Bjp:শুধু দিলীপই নন, মোদীর সভায় গরহাজির লকেট, জ্যোতির্ময়রাও, কারণ জানতে প্রধানমন্ত্রীর সচিবালয়ের ফোন

এককালীন এই পুজোর অনুদান ছাড়াও পুজোয় বিদ্যুতের ব্যবহারেও ঢালাও ছাড় দেবে রাজ্য সরকার। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় দেওয়ার জন্য CESC এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Sonarpur News: বাইক রাখা নিয়ে গণ্ডগোল, মত্ত অবস্থায় পুলিশ যা ঘটাল...সাংঘাতিক অভিযোগ মহিলাদের!

 এই বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। তার প্রস্তুতি ইতিমধ্যেই পুরোদমে শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি।

Calcutta High Court Bengali News Today Durga Puja