West Bengal news Live Updates:বিমান বসুকে চিঠি নওশাদ সিদ্দিকীর, কারণ ঘিরে চর্চা তুঙ্গে!

West Bengal News Updates 25 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 25 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Nowshad Siddiqui,  Naushad Siddiqui,Bankshall Court,  unconditional release  ,ISF workers  ,Dharmatala protest  ,arrest,  Kolkata,নওশাদ সিদ্দিকী  ,ব্যাংকশাল আদালত,  নিঃশর্ত মুক্তি  ,আইএসএফ কর্মী,  ধর্মতলা বিক্ষোভ,  গ্রেফতার,  কলকাতা

Naushad Siddiqui: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Kolkata News Live Updates:বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে এবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিলেন ভাঙরের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতবারের একুশের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করেছিল আইএসএফ। এবার বিধানসভার ভোটের আগে আইএসএফ বামেদের সঙ্গে সমঝোতা চায়। সূত্রের খবর, এই ব্যাপারে আর সময় নষ্ট না করে দ্রুত ISF-এর সঙ্গে জোট নিয়ে আলোচনার বার্তা দিয়েছেন নওশাদ।

Advertisment

প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় তরুণীকে গুলি করে খুন করল এক যুবক। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর উইমেন্স কলেজ লাগোয়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবরাজ সিনহা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণী ঈশা মল্লিকের। সেই সম্পর্ক থেকেই তরুণী সম্প্রতি বেরিয়ে আসতে চাইছিলেন। সেই আক্রোশেই বাড়িতে ঢুকে তরুণীকে গুলি করে খুন করেছে তার প্রেমিক। পলাতক অভিযুক্ত যুবক। তার খোঁজে তল্লাশি পুলিশের।

হঠাৎই কলকাতা হাইকোর্টে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল ১১টা নাগাদ আদালত চত্বরে আসেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেকের আদালতে হাজির হওয়া নিয়ে নিয়ে শুরু হয় জোর জল্পনা। আদালত সূত্রে খবর, ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী পিটিশনের পাল্টা হলফনামায় সই করার জন্যই হাইকোর্টে গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ “ভোটের নামে ডায়মন্ড হারবারে প্রহসন হয়েছে।” 

Advertisment

আরও পড়ুন- migrant worker death: বাংলা বলায় বাংলাদেশি তকমা, অভুক্ত রেখে হাড়হিম অত্যাতার, চরম পরিণতি পরিযায়ী শ্রমিকের

আবারও গ্রেফতার মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সাতসকালে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় ED। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাড়িতে ঢুকতেই বাড়ির পিছনের পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিধায়ক। এমনকী তাঁর হাতে থাকা দুটি মোবাইল ফোনও পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে হয়নি শেষ রক্ষা। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা জাপটে ধরে ফেলেছিলেন তাঁকে। শেষমেষ জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে ইডি। আজই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলে হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- Kolkata weather report:বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ! ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা

আরও পড়ুন- Vande Bharat Express:সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি, এই ৫ বন্দে ভারত শুরু থেকেই দৌড়োয় ১৩০ কিমি গতিতে

  • Aug 25, 2025 12:47 IST

    Kolkata News Live Updates:SSC নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি

    SSC নিয়োগ দুর্নীতি মামলায় আবারও রাজ্যের একাধিক জায়গায় দুরন্ত তল্লাশিতে ইডি। শহর কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়ায় হানা ইডির আধিকারিকদের। মুর্শিদাবাদে ফের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গিয়েছেন ইডির আধিকারিকরা। এদিন ED-র আরও একটি দল হানা দেয় সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও। মায়া সায়া সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে জীবনকৃষ্ণ সহাকে গ্রেফতার করেছিল CBI। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এদিন ED-র অপর একটি দল হানা দেয় পুরুলিয়ায় প্রসন্ন রায়ের বাড়িতেও। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়েই দিকে দিকে তল্লাশি অভিযানে ED।



  • Aug 25, 2025 12:25 IST

    Kolkata News Live Updates:গর্জে উঠলেন রাহুল গান্ধী

    দিল্লির রামলীলা ময়দানে চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত রাজধানী। স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থী সেখানে বিক্ষোভে শামিল হয়। আন্দোলনের সময় বহু শিক্ষার্থীকে পুলিশ আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর সোমবার (২৫ আগস্ট) কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 

    বিস্তারিত পড়ুন- Rahul Gandhi On SSC: SSC চাকরি দুর্নীতি, পুলিশের লাঠিচার্জ! সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন রাহুল গান্ধী



  • Aug 25, 2025 12:24 IST

    Kolkata News Live Updates:প্রশ্নের মুখে দুর্গাপুজোর সরকারি অনুদান

    এবার কলকাতা হাইকোর্টে বড়সড় প্রশ্নের মুখে রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান। পুজোর সরকারি অনুদান নিয়ে হিসেব দেয়নি কোন কোন পুজো কমিটি? বিস্তারিত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। 'পুজোর পরে শুনানি হোক', হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর।

    বিস্তারিত পড়ুন- High Court:হাইকোর্টে বড়সড় প্রশ্নের মুখে দুর্গাপুজোর সরকারি অনুদান, রাজ্যের কাছে রিপোর্ট তলব



  • Aug 25, 2025 11:18 IST

    Kolkata News Live Updates:এই ৫ বন্দে ভারত শুরু থেকেই দৌড়োয় ১৩০ কিমি গতিতে

    ভারতীয় রেলওয়ের (IR) আধুনিক রূপ হল বন্দে ভারত এক্সপ্রেস। ২০১৯ সালে সূচনা হওয়ার পর থেকেই এই সেমি-হাই-স্পিড ট্রেন যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে দেশজুড়ে মোট ১৫০টি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা (৭৫ আপ এবং ৭৫ ডাউন) চালু রয়েছে। বর্তমানে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পূর্ণ রুটে ১৩০ কিমি/ঘণ্টা গতিতে চলাচল করছে। 

    বিস্তারিত পড়ুন- Vande Bharat Express:সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি, এই ৫ বন্দে ভারত শুরু থেকেই দৌড়োয় ১৩০ কিমি গতিতে



  • Aug 25, 2025 11:17 IST

    Kolkata News Live Updates:গর্ভবতী স্ত্রীকে নৃশংস খুন স্বামীর!

    গর্ভবতী স্ত্রীকে নৃশংস খুন! দেহ টুকরো টুকরো করে কেটে, হাত-পা নদীতে ফেলে দিল স্বামী। হাড়হিম ঘটনায় তোলপাড় দেশ। হায়দরাবাদে ফের প্রকাশ্যে এল এক রোমহর্ষক হত্যাকাণ্ড। অভিযোগ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী স্বাতী যাদবকে নির্মমভাবে খুন করেন তাঁর স্বামী মহেন্দ্র রেড্ডি। এরপর দেহ টুকরো টুকরো করে  নদীতে ফেলে দেন অভিযুক্ত স্বামী। ঘটনাস্থল থেকে স্বাতীর দেহের একটি অংশ উদ্ধার হয়েছে, বাকি দেহাংশের খোঁজে তল্লাশি চলছে। আত্মীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ মহেন্দ্রকে গ্রেফতার করেছে।

    বিস্তারিত পড়ুন-Hydrabad Horror: গর্ভবতী স্ত্রীকে নৃশংস খুন! দেহ টুকরো টুকরো নদীতে ভাসিয়ে দিল স্বামী, হাড়হিম ঘটনায় তোলপাড় দেশ

     



  • Aug 25, 2025 11:15 IST

    Kolkata News Live Updates:বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ!

    এক নিম্নচাপের গেরো সরতে না সরতেই গোদের উপর বিষফোঁড়ার মতো বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও এক নিম্নচাপ। দ্বিতীয় এই নিম্নচাপটি তৈরি হয়ে গেলে ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসতে বাংলা। আগস্টের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কাঁপানো বৃষ্টির জোরালো সম্ভাবনা বাড়বে। 

    বিস্তারিত পড়ুন- Kolkata weather report:বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ! ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা



  • Aug 25, 2025 11:14 IST

    Kolkata News Live Updates:মহিলাদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    রাস্তায় বাইক রাখাকে কেন্দ্র করে শুরু বচসা, সেই বচসাই মুহূর্তে রূপ নেয় সংঘর্ষের। অভিযোগ, পুলিশের স্টিকার লাগানো গাড়ি থেকে নেমে মহিলাদের মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তিউড়িয়ায়।

    বিস্তারিত পড়ুন- Sonarpur News: বাইক রাখা নিয়ে গণ্ডগোল, মত্ত অবস্থায় পুলিশ যা ঘটাল...সাংঘাতিক অভিযোগ মহিলাদের!



  • Aug 25, 2025 11:13 IST

    Kolkata News Live Updates: পথ দুর্ঘটনায় মৃত্যু

    মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনায় আহত সাতজন। এদের মধ্যে দু'জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুরের ঠেঙাপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের।

    বিস্তারিত পড়ুন- Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, পরপর মৃত্যু, হাসপাতালে হাহাকার, আর্তনাদ!



tmc ED Bengali News Today