New Update
/indian-express-bangla/media/media_files/2025/08/11/bjp-2025-08-11-14-17-32.jpg)
BJP Worker Killed: বারুইপুর থানায় বিজেপি নেতৃত্ব।
BJP worker killed: তরতাজা এই যুবককে বাড়িতেই পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
BJP Worker Killed: বারুইপুর থানায় বিজেপি নেতৃত্ব।
ফের খুন রাজনৈতিক নেতা। এবার নিশানায় ডাকাবুকো BJP নেতা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে খুন হয়ে গেলেন বিজেপির তাজা নেতা। বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস (২২) খুন। নিহত ১২৯ নং বুথ সভাপতি রাজীব বিশ্বাস।
বিজেপির অভিযোগ, গত ৮ আগস্ট রাতে বিজেপি করার অপরাধে বাড়িতেই তাঁকে বেধড়ক মারধর করে বাবা-ভাই। রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাস তৃণমূলকর্মী বলে দাবি বিজেপির। মেরে মাথা ফাটিয়ে দিয়ে পরপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই যুবককে, এমনই অভিযোগ এলাকার বিজেপি নেতৃত্বের। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এরপরেও উপযুক্ত চিকিৎসা হয়নি তাঁর।
বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তীর অভিযোগ, "রাতভর তাঁকে বাড়িতেই ফেলে রাখা হয়।" গত ৯ আগস্ট রাজীবকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর বন্দোবস্ত করে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: SIR বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক রাহুল সহ একাধিক বিরোধী নেতা
যদিও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক বলেন, "এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। এটা সম্পূর্ণ ওদের পারিবারিক বিষয়। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। ওরাই যথাযথ ব্যবস্থা নেবে। ওদের সঙ্গে পাড়ার প্রায় কারও সম্পর্ক নেই।"
আরও পড়ুন-Crime News:সূত্রের খবরে অতর্কিতে অভিযান পুলিশের, কোটি কোটি টাকার মাদক উদ্ধার, ধৃত ৩