Crime News:সূত্রের খবরে অতর্কিতে অভিযান পুলিশের, কোটি কোটি টাকার মাদক উদ্ধার, ধৃত ৩

Drug trafficking case: বিপুল পরিমাণ ওই মাদক বাজেয়াপ্তের পর ধৃত ৩ জনকে দফায় দফায় জেরা পুলিশের। এই চক্রে যুক্ত বাকিদের খোঁজেও চলছে তল্লাশি।

Drug trafficking case: বিপুল পরিমাণ ওই মাদক বাজেয়াপ্তের পর ধৃত ৩ জনকে দফায় দফায় জেরা পুলিশের। এই চক্রে যুক্ত বাকিদের খোঁজেও চলছে তল্লাশি।

author-image
Madhumita Dey
New Update
Malda,2 crore 50 lakh drug seizure,মালদায় ২ কোটি ৫০ লক্ষ টাকার মাদক উদ্ধার, Malda drug bust 2.5 kg seized 3 arrested,মালদায় ২.৫ কেজি মাদক উদ্ধার, ৩ গ্রেফতার ,Malda 2 crore drug recovery three arrests,মালদায় ২ কোটি টাকার মাদক উদ্ধার, ৩ জন গ্রেফতার Malda STF heroin seizure,3 crore 3 arrested,মালদায় STF হেরোইন উদ্ধার,৩ কোটি, ৩ জন গ্রেফতার ,Malda drug trafficking case,মালদা মাদক পাচার মামলা ,Kaliachak narcotics raid Malda,কালিয়াচক মাদক মালদা,Malda News

Malda News: ধৃত ৩ জনের মধ্যে একজন। বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

মালদার কালিয়াচক থানা এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার। পৃথক-পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক সহ ধৃত তিন মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন পাচারকারীর নাম যথাক্রমে-সামেদ সেখ, বয়স ২০ বছর। সামিমা আক্তার, বয়স ৩০ বছর। এবং অপরজনের নাম মহম্মদ রফিকুল ইসলাম।

Advertisment

তিনজনেরই 'বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। এদের মধ্যে সামেদ সেখ এবং সামিমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় ১২নং জাতীয় সড়ক থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ১কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার।

রফিকুল ইসলামকে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ পাকড়াও করে সুজাপুর এলাকা থেকে। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় ৫২০ গ্রাম ব্রাউন সুগার। সব মিলিয়ে পৃথক পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার হয়।

Advertisment

আরও পড়ুন- weekend getaway:শান্ত-স্নিগ্ধ সাগর পাড়ে হৃদয় জুড়োবে! বর্ষায় কলকাতার কাছে এই ৩ সমুদ্র সৈকত এককথায় অসাধারণ

ধৃতরা এই বিপুল পরিমাণে মাদক কোথায় পেল? কোথায় এই মাদক পাচারের পরিকল্পনা ছিল? এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- West Bengal News Live Updates: রাহুল গান্ধীকে নিয়ে বিরাট খবর, প্রতিবাদের বিরাট মূল্য দিতে হল কংগ্রেস সাংসদকে

Malda Arrest Drug Case