/indian-express-bangla/media/media_files/2025/08/11/arrest-2025-08-11-12-52-11.jpg)
Malda News: ধৃত ৩ জনের মধ্যে একজন। বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।
মালদার কালিয়াচক থানা এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার। পৃথক-পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক সহ ধৃত তিন মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন পাচারকারীর নাম যথাক্রমে-সামেদ সেখ, বয়স ২০ বছর। সামিমা আক্তার, বয়স ৩০ বছর। এবং অপরজনের নাম মহম্মদ রফিকুল ইসলাম।
তিনজনেরই 'বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। এদের মধ্যে সামেদ সেখ এবং সামিমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় ১২নং জাতীয় সড়ক থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ১কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার।
রফিকুল ইসলামকে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ পাকড়াও করে সুজাপুর এলাকা থেকে। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় ৫২০ গ্রাম ব্রাউন সুগার। সব মিলিয়ে পৃথক পৃথক দুই অভিযানে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার হয়।
ধৃতরা এই বিপুল পরিমাণে মাদক কোথায় পেল? কোথায় এই মাদক পাচারের পরিকল্পনা ছিল? এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।