Dilip Ghosh on Anubrata Mondal: তিহার জেল থেকে ছাড়া পেয়ে বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল মঙ্গলবার সকালে নিজের ঘরে ফিরেছেন। তার পর থেকেই উচ্ছ্বাসে বাসছে বীরভূম জেলার তৃণমূল শিবির। আর তা নিয়ে শহর বর্ধমানে দাঁড়িয়ে এদিন কটাক্ষের বন্যা বইয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুব্রতর সাজা হবেই বলে দাবি করে তিনি বলেন, “এঁরাই তো তৃণমূলের সম্পদ। ভাল সৎ কর্মীদের কোনও মূল্য তো তৃণমূল দলে নেই। তাই বীরভূমে আজ মিলনোৎসব হবে। বিরাট বড় করে হবে। দিদিও যাচ্ছেন। জেলা থেকে আয় কমে গেছে। এখন কতটা কী রয়েছে তা দেখতে হবে তো!“ দিলীপ ঘোষের এহেন কটাক্ষের কথা শুনে অবশ্য নিরুত্তর থাকেননি তৃণমূল নেতারা। তাঁরা কড়া ভাষাতেই দিলীপ ঘোষের কটাক্ষের জবাব দিয়েছেন।
লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের কাছে লক্ষাধিক ভোটে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু তাতে কি যায় আসে। বর্ধমান আঁকড়েই দিলীপ ঘোষ রয়ে আছেন। মঙ্গলবার সকালে নিজের দলের নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বর্ধমান টাউনহল প্রাঙ্গনে মর্নিং ওয়াকে অংশ নেন। তারই ফাঁকে চা-চক্রে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের তিহার জেল থেকে ’কাম ব্যাক’ নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, 'জামিন তো যে কেউ পেতেই পারে। আমাদের দেশে বিচার দীর্ঘ হয়। তবে সবাই দেখেছে উনি কী পরিমাণ সম্পত্তি করেছেন। তাই ওঁর সাজা হবেই।'
বন্যা নিয়ে মমতাকে একহাত
অনুব্রত প্রসঙ্গ শেষ করেই বাংলার বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ’ত্রাণ কেন্দ্র দেবে। তবু প্রতিবছর বন্যা এলেই ওঁর একই ডায়ালগ। গোড়ালি ভিজিয়ে উনি শুধু বাইট দিয়ে আসেন। প্রতিবার একই কথা উনি বলে যাবেন। এতদিন ওরা (তৃণমূল সরকার)কী করেছেন? একটা বিস্তীর্ণ অঞ্চল প্রতিবার জলে ডোবে। কিন্তু কোনও পরিকল্পনা নেই। আরজি কর কান্ডকে চাপা দিতে চাইছেন, ডিভিসির সঙ্গে যুদ্ধ করছেন, এটা বাংলাদেশ নাকি?'
আরও পড়ুন কোন কোন নেতাকে বাড়িতে ঢুকতেই দিলেন না কেষ্ট?
জুনিয়র ডাক্তারদের আক্রমণ
এদিন জুনিয়র ডাক্তারদের আন্দোলনেরও সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এত নাটক করে কী লাভ হল? যাঁরা বদলি হলেন তাঁরা তো প্রোমোশন পেলেন। মোমবাতি জ্বেলে, তালি দিয়ে কী লাভ হল? কেন মানুষ দেড় মাস কষ্ট করলেন? হাসপাতালের যে অব্যবস্থা তার কী কোনও পরিবর্তন হল?' এই প্রশ্নই এখন মানুষের মুখে মুখে ঘুরছে বলে দিলীপ ঘোষ দাবি করেন।
আরও পড়ুন 'আমার বাড়িতেও এক কোমর জল ঢুকে গিয়েছিল', বন্যা নিয়ে ফের কেন্দ্রকে তুলোধনা মমতার
পাল্টা কী জবাব তৃণমূলের?
দিলীপ ঘোষের এই সব মন্তব্যের পাল্টা জবাবে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধায় বলেন, 'যে যেমন লোক, সে তেমন কথাই বলবে, এটাই স্বাভাবিক। সেই কারণেই কথায় আছে,’রতনে রতন চেনে’। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাাসিন্দারাই বুঝিয়ে দিয়েছেন তাঁদের কাছে তৃণমূল কতটা আপন আর বিজেপি কতটা ব্রাত্য। তার পরেও তৃণমূল কংগ্রেস দল নিয়ে
দিলীপ ঘোষের আর কোনও কথা বলা কি মানায়।'