Mamata Banerjee on Bengal Flood: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। DVC রাজ্যকে না জানিয়ে বিপুল পরিমাণে জল ছাড়ার জেরেই বাংলায় বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
Flood situation in Bengal: দুর্গাপুজোর (Durga Puja) মুখে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর দলের বিধায়ক-সাংসদদের বন্যা দুর্গত এলাকাগুলিতে ক্ষতিগ্রস্ত রাস্তা, স্কুলবাড়ি সংস্কারে তহবিলের টাকা খরচের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisment
'বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না'
মুখ্যমন্ত্রী কথায়, "ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। রেলমন্ত্রী থাকার সময় আমার বাড়িতেও এক কোমর জল ঢুকে গিয়েছিল। এতটা পরিমাণ জল ছাড়া হয়েছিল। আমরা সরকারে আসার পর প্রতিনিয়ত মনিটরিং করা শুরু করি। এবারই প্রথম দেখলাম, এখন DVC না জানিয়ে জল ছেড়েছে। বছরের পর বছর ড্রেজিং করা হয় না। চাষের জমি নষ্ট হয়ে গেছে। আমরা চাই না মানুষ মারা সংস্থাকে।"
"DVC-র জল নাকি এখন জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। গতকালও দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছেড়েছে। উদয়নারানারায়ণপুর, আমতায় জল আছে। ঘাটাল এখনও অনেকটাই জলের তলায় আছে। আগামী ২-৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেদিকে নজর রাখতে হবে।"
উল্লেখ্য, দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায়-জেলায় ঘুরে পরিস্থিতি দেখছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের ত্রাণ বণ্টনে যেন কোনও গাফিলতি না থাকে সেব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ তিনি দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকদের। সেই সঙ্গে এদিন তাঁর দলের বিধায়ক-সাংসদদের বন্যার জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির রাস্তা, স্কুলবাড়ি সংস্কারে তহবিলের টাকা খরচের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।