AI প্রযুক্তি নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? ফেক ভিডিও কাণ্ডে গ্রেপ্তার জনপ্রিয় আইনজীবী

fake video case: অশালীন ভিডিও ছড়িয়ে বিজেপি নেত্রীর মানহানির অভিযোগে গ্রেপ্তার হলেন এক আইনজীবী। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ বারাসত থেকে গ্রেপ্তার করেছে। ফেক ভিডিও কাণ্ড ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে।

fake video case: অশালীন ভিডিও ছড়িয়ে বিজেপি নেত্রীর মানহানির অভিযোগে গ্রেপ্তার হলেন এক আইনজীবী। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ বারাসত থেকে গ্রেপ্তার করেছে। ফেক ভিডিও কাণ্ড ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
BJP leader fake video case,  BJP woman leader video controversy,  BJP lawyer arrested,  Rajesh Saha arrest,  Fake obscene video case,  Burdwan fake video incident  ,Ashoknagar lawyer arrest,  BJP internal conflict  ,Cyber crime investigation West Bengal  ,Political controversy in Bengal  ,AI-generated fake video,  BJP social media controversy,  Katwa police investigation  ,West Bengal BJP news 2025,  BJP lawyer Rajesh Saha,বিজেপি নেত্রী অশালীন ভিডিও,  ফেক ভিডিও কাণ্ড  ,রাজেশ সাহা গ্রেপ্তার,  গেরুয়া শিবির আইনজীবী ধৃত,  বিজেপি অভ্যন্তরীণ দ্বন্দ্ব  ,বর্ধমান ফেক ভিডিও মামলা,  সাইবার অপরাধ তদন্ত  ,কাটোয়া থানার মামলা,  বিজেপি আইনজীবী সংবাদ  ,এআই প্রযুক্তিতে ফেক ভিডিও  ,রাজনীতি ও সোশ্যাল মিডিয়া বিতর্ক  ,উত্তর ২৪ পরগনা সংবাদ,  বারাসত আইনজীবী গ্রেপ্তার

Purba Bardhaman News: ধৃত সেই আইনজীবী।

Purba Bardhaman News: অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ও BJP নেত্রীর সন্মানহানির অভিযোগে গ্রেপ্তার হলেন গেরুয়া শিবিরের এক আইনজীবী। ধৃত ওই আইনজীবীর নাম রাজেশ সাহা। উত্তর ২৪ পরগনার অশোকনগরে তাঁর বাড়ি। উন্নত প্রযুক্তির সাহায্যে তাঁর অবস্থান চিহ্নিত করে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ বারাসতের আনন্দনগর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে বুধবার তাকে কাটোয়া আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। 

Advertisment

বারাসত আদালতের জুনিয়র আইনজীবী রাজেশ সাহার গ্রেপ্তার হওয়ার ঘটনা রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় মাসখানেক আগে BJP-র জেলা স্তরের এক নেত্রীর অশালীন ভিডিও ‘বর্ধমান বাঁচাও’ নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। ভিডিওটিতে উন্নত AI প্রযুক্তির সাহায্য নিয়ে ওই বিজেপিনেত্রীর মুখের ছবি বসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই সেটি ওই বিজেপি নেত্রীর নজরে এসে যায়। তিনি কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:চার আঙুল হারানো প্রদীপ করের হাতে লেখা চিঠি? NRC আতঙ্কে আত্মহত্যা নিয়ে প্রশ্ন

Advertisment

দায়ের হওয়াা অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইবার ক্রাইম সেলের সহায়তায় তদন্ত শুরু করে। মোবাইল ফোনের আইএমইআই নম্বর ট্র্যাক করে অবশেষে রাজেশ সাহার সন্ধান পায় তদন্তকারীরা। পরে নিশ্চিত প্রমাণ পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ধৃত রাজেশ স্বীকার করেছেন যে ভিডিওটি তাঁর মোবাইল থেকে পোস্ট হয়েছিল। তবে তাঁর দাবি, ভিডিওটি কে বা কীভাবে তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। তদন্তকারীদের সন্দেহ, রাজেশের ঘনিষ্ঠ কারও সহায়তায় বিজেপি নেত্রীকে মানহানি করার উদ্দেশ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছিল। পুলিশের পক্ষ থেকে তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-Bank holidays:নভেম্বরেও ছুটির পর ছুটি! ক'দিন বন্ধ থাকবে ব্যাংক? ভোগান্তি এড়াতে আগেভাগে জানুন

অভিযোগকারিণী ওই নেত্রী বলেন, “আমি রাজেশ সাহাকে আগে চিনতাম না। ধরা পড়ার পর ওর নাম জানতে পারলাম। কী উদ্দেশ্যে সে এমন নোংরা কাজ করল জানি না। তবে আমার মনে হচ্ছে এর পেছনে আরও কয়েকজন যুক্ত আছে। আমি চাই, পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিক।”

আরও পড়ুন-SIR নিয়ে হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে? চালু কমিশনের হেল্প লাইন নম্বর, সরাসরি কথা বলুন

এত কিছুর মধ্যেও ধৃত রাজেশের সমর্থনে বুধবার সংগঠনের কয়েকজন সদস্যকে  কাটোয়া আদালতের বাইরে উপস্থিত থাকতে দেখা যায়, তবে তাঁরা কেউই মুখ খোলেননি।এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ডিজিটাল অপপ্রচার নিয়ে জেলা জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

news of west bengal Deep-Fake Video Arrested Purba Bardhaman bjp