SIR নিয়ে হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে? চালু কমিশনের হেল্প লাইন নম্বর, সরাসরি কথা বলুন

Special Intensive Revision: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে বিভ্রান্তি কাটাতে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ — চালু হয়েছে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর।

Special Intensive Revision: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে বিভ্রান্তি কাটাতে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ — চালু হয়েছে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR,  Special Intensive Revision,  Voter list update,  Election Commission of India  ,West Bengal Election Commission,  Book a Call with BLO,  BLO helpline  ,Voter helpline number,  1800-11-1950,  Toll-free voter helpline,  Voter registration  ,Electoral roll revision  ,SIR confusion West Bengal  ,Voter list verification  ,Election awareness campaign,  ECI voter services  ,Helpline for SIR queries  ,SIR process West Bengal  ,Book a call service ECI,  Digital voter assistance, এসআইআর,  SIR  ,বিশেষ নিবিড় সমীক্ষা  ,ভোটার তালিকা সংশোধন,  নির্বাচন কমিশন  ,BLO,  বুথ লেভেল অফিসার,  Book a Call with BLO  ,ভোটার হেল্পলাইন  ,১৮০০-১১-১৯৫০,  টোল ফ্রি নম্বর,  পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন  ,ভোটার তালিকা হালনাগাদ  ,এসআইআর বিভ্রান্তি,  নির্বাচন কমিশনের নতুন পরিষেবা

Election Commission: জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর।

SIR: রাজ্যে সম্প্রতি শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) বা Special Intensive Revision। এই প্রক্রিয়ার লক্ষ্য ভোটার তালিকাকে আরও নির্ভুল ও হালনাগাদ করা। তবে এই নতুন উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও আতঙ্ক। অনেকেই মনে করছেন, এটি যেন এনআরসি বা নাগরিকপঞ্জির মতো কোনও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত — ফলে আশঙ্কা ও গুজব ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়।

Advertisment

এই পরিস্থিতিতে বিভ্রান্তি দূর করতে জাতীয় নির্বাচন কমিশন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কমিশন জানিয়েছে, এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানার জন্য চালু করা হয়েছে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর — ১৮০০-১১-১৯৫০। ভোটাররা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলে এই নম্বরে ফোন করতে পারবেন।

আরও পড়ুন- Banking rules change:ব্যাংক গ্রাহকদের জন্য বড় খবর! ১ নভেম্বর থেকেই চালু নতুন নিয়ম, জানলে চমকে যাবেন!

Advertisment

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হেল্পলাইন পরিষেবার মাধ্যমে ভোটাররা সরাসরি নিজেদের বুথ লেভেল অফিসার (BLO)-এর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এর নাম দেওয়া হয়েছে “Book a Call with BLO”। অর্থাৎ, নাগরিকেরা নিজেদের বুথের নির্দিষ্ট বিওএলওর সঙ্গে কথা বলে এসআইআর প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি, নাম অন্তর্ভুক্তি বা সংশোধন সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন।

আরও পড়ুন-West Bengal News Live Updates:চার আঙুল হারানো প্রদীপ করের হাতে লেখা চিঠি? NRC আতঙ্কে আত্মহত্যা নিয়ে প্রশ্ন

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, SIR কোনও নতুন নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া নয়, বরং এটি নিয়মিত ভোটার তালিকা হালনাগাদেরই একটি অংশ। প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকরা ফোনে নাগরিকদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন এবং ভুল তথ্য বা গুজবের বিরুদ্ধে সচেতনতা ছড়াবেন। নির্বাচন কমিশনের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা এবং স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তি দূর করা।

আরও পড়ুন-Kunal Ghosh:ট্রোলারদের জন্য 'উটের দুধের' সাবান! কুণাল ঘোষের নিনজা টেকনিক ভাইরাল!

SIR west bengal latest news West Bengal News election commission