Advertisment

West Bengal BJP: বাটি হাতে তারাপীঠে ভিক্ষে করছেন একদা দাপুটে BJP নেতা, শুনে সুকান্ত যা বললেন...

Birbhum News: একটা সময়ে দাপটের সঙ্গে রাজনীতি করেছেন এই বিজেপি নেতা। তবে আজ তাঁর করুণ পরিণতি। বাটি হাতে ভিক্ষা করতে হচ্ছে এই বিজেপি নেতাকে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
BJP leader Indrajit Sinha is begging at Tarapith,bjp,west bengal bjp,BJP leader Indrajit Sinha,tarapith news,birbhum news,তারাপীঠ,বিজেপি,ইন্দ্রজিৎ সিনহা, তারাপীঠের রাস্তায় ভিক্ষা করছেন বিজেপি নেতা ইন্দ্রজিৎ সিনহা

প্রতীকী ছবি।

BJP leader Indrajit Sinha is begging at Tarapith: একটা সময় দাপটের সঙ্গে রাজনীতি করেছেন। কিন্তু আজ সে সব অতীত। বাটি হাতে তারাপীঠের রাস্তায়-রাস্তায় ভিক্ষা করতে দেখা গিয়েছে এককালের দাপুটে বিজেপি নেতা ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেটদাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর পৌঁছে গিয়েছে বঙ্গ বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কানেও।

Advertisment

রাজ্য বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের প্রাক্তন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট। তাঁর উত্থানটা রাহুল সিনহার আমলে। রাহুল সিনহা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থাকার সময় ইন্দ্রজিৎ সিনহাকে দলের স্বাস্থ্য সেলের দায়িত্ব দিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী- সমর্থকদের বড় সরকারি হাসপাতালে ভর্তি করানোর হলে আগেই ইন্দ্রজিৎ সিনহার নাম আসত।  দলের জন্য একনাগাড়ে কাজ করে গিয়েছেন বুলেটদা। দিলীপ ঘোষের সময়েও ইন্দ্রজিৎ প্রধান দাপটের সঙ্গে কাজ করেছেন। কংগ্রেস ছেড়ে BJP-তে এসেছিলেন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই পদ্ম শিবিরে একটি আলাদা জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। 

তবে বছর দু'য়েক আগে হঠাৎই শরীরে বাসা বাধে মারণ রোগ ক্যান্সার। রোগের পিছনেই বু টাকা ব্যয় হয়ে গিয়েছে। তার ওপর বেশ কিছু দেনাও হয়েছে বাজারে। সেই দেনা পরিশোধ ও নিজের চিকিৎসার বিপুল খরচ সামাল দিতে নাস্তানাবুদ হয়ে পড়েন এই বিজেপি নেতা। একটা সময় যিনি দলের কর্মী-সমর্থকদের নিজেই হাসপাতালে ভর্তি করাতে তাৎপর হতেন এখন সেই ইন্দ্রজিৎ সিনহাকেই দেখে না দল। টাকা-পয়সা কিছুই নেই। তারাপীঠের রাস্তার রাস্তায় বাটি হাতে ভিক্ষা করতে দেখা দেখা গিয়েছে সেই ইন্দ্রজিৎ সিনহাকে।

আরও পড়ুন- West Bengal News Live: দক্ষিণেশ্বরের গঙ্গায় নেমে তলিয়ে গেলেন যুবক, পরের ঘটনা জানলে আঁতকে উঠবেন!

Advertisment

সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই তা জেনেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে এবার একদা দলের পুরনো এই সৈনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "মাননীয় শ্রী ইন্দ্রজিৎ সিনহা মহাশয় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের একজন কর্মঠ এবং পুরনো কর্মী। সম্প্রতি সামাজিক মাধ্যমে আমার সহকর্মীদের একাধিক পোস্ট থেকে তাঁর বর্তমান করুণ পরিস্থিতির বিষয়টি জানতে পেরেছি। ইতিমধ্যেই বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় ধ্রুব সাহা মহাশয়ের সঙ্গে ইন্দ্রজিৎবাবুর বিষয় নিয়ে কথা বলেছি এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সভাপতি হিসেবে বীরভূম জেলা নেতৃত্বকে অতি দ্রুত ওনার পাশে দাঁড়িয়ে সর্বতোভাবে সহযোগিতা করার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ ওঁর পরিবার ও ওনার পাশে সর্বদা রয়েছে।"

আরও পড়ুন- AC Local Train: শিয়ালদা-হাওড়া ডিভিশনে AC লোকাল ট্রেন? ভাইরাল ছবিতে খুশিতে ডগমগ যাত্রীরা

Birbhum BJP Leader Tarapith Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment