RG Kar Rape and Murder Case: স্বাধীনতা দিবসের প্যারেডে কোন চিকিৎসকরা অংশগ্রহণ করেছিলেন? কাদের নামে জারি হয় নির্দেশ? তা নিয়েই ছড়িয়েছে চরম বিভ্রান্তি। এনিয়ে এবার শাসককে নিশানা করল বিজেপি। পাশাপাশি আরজি কর কাণ্ড নিয়ে নয়া বিতর্ক উস্কে দিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।
কী দাবি বিজেপির?
বিজেপির তরফে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেওয়া চিকিৎসকদের তালিকা এবং কারা কারা সেদিনের প্যারেডে অংশ নিয়েছেন সে সংক্রান্ত ১০ দফা প্রশ্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, ৮ অগাস্ট চিঠিতে এসএসকেএম হাসপাতাল ও সংলগ্ন যে ক্রসিং থেকে প্যারেড শুরু হয় সেখানে ৪-৫ জন চিকিৎসককে হাজির হওয়ার কথা বলা হয়েছিল। তাতে মেমো নম্বর সহ সঠিক পদ্ধতিতে চিঠি প্রকাশিত হয় স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। আরেকটি চিঠি যেটিকে আসল বলে দাবি করা হয়েছে, সেই চিঠিটি স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। বদলে ৬ অগাস্ট ইস্যু হওয়া একটি চিঠির উল্লেখ করা হয়েছে বিজেপির তরফে যে চিঠিটি এখনও স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে রয়েছে। তাতে নেই কোন মেমো নম্বর নেই। সেই চিঠিতে উল্লেখ রয়েছে ৩৪ জন চিকিৎসকের তালিকা।
উল্লেখ্য গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয় নির্যাতিতার দেহ। সেইদিনই ভোর সাড়ে ৫টায় হাসপাতাল থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করে স্বাস্থ্য দফতর! সেই নির্দেশিকা সামনে আসাতে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপির দাবি প্রতিদিন সাড়ে সাতটায় মহড়া শুরুর নির্দেশ দেওয়া হলেও কেন ওই দিনই ভোর সাড়ে ৫ টায় মহড়া নির্দেশ দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা দরকার।
নির্দেশিকায় যে তিন জন চিকিৎসকের মহড়ায় উপস্থিত থাকার কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে এক জন ছিলেন সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ চিকিৎসক অভীক দে। প্রবল চাপে পড়ে যাঁকে সাসপেন্ড করেছে রাজ্য। ৬ তারিখের আদেশনামায় নর্থবেঙ্গল, মালদা, বর্ধমান, কোচবিহার মেডিক্যাল কলেজ থেকেও ডাক্তার আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে। সাধারণত রেড রোডের সবচেয়ে কাছের হাসপাতাল এসএসকেএমে, সেখানে রিপোর্ট করতে না বলে কীভাবে আরজি করে রিপোর্ট করতে বলা হল? সেই প্রশ্নও তুলেছেন বিজেপি নেতৃত্ব। দু’টি নির্দেশিকার মধ্যে কোনটি আসল? কেন সকাল সাড়ে পাঁচটায় রিপোর্টের আদেশ? প্রশ্ন বিজেপির।
RG Kar Protest: আরজি কর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি, রাজভবন অভিযানে প্রবীণ-নবীন চিকিৎসক-নার্সরা