Kunal Ghosh on Dev: এমনিতেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের কাণ্ড নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল। এবার ঠিক এই আবহেই দলের অন্দরি কাজিয়ায় জড়ালেন দলের সাংসদ-অভিনেতা দেব ও কুণাল ঘোষ। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন নিয়ে তৃণমূল সাংসদ দেবকে খোঁচা কুণালের। দাপুটে শাসকনেতাকে জবাব দিতেও দেরি করেননি দেব।
ঘাটাল হাসপাতালের একটি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণালের দাবি হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে দেব গিয়ে সেই একই ইউনিটের উদ্বোধন করেছেন বলে দাবি করেছেন কুণাল। এমনকী দেবকে খোঁচা দিতে 'চৈতণ্যদেব' বলে কটাক্ষও ছুঁড়ে দিয়েছেন তৃণমূল নেতা।
দেবকে কটাক্ষ করে এক্স হ্যান্ডলে কী লিখেছেন কুণাল?
এক্স হ্যান্ডলে ঘাটাল হাসপাতালের ছবি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, "দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দু'বার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।"
অপর একটি পোস্টে দেবকে বিঁধে কুণাল আরও লিখেছেন, "দেব, দিদি যে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, সেটা ছবিতেই স্পষ্ট। উদ্বোধন দু'বার হয় না। দুটো যন্ত্র এলেও হয় না। আর চলতি পরিস্থিতির কথা যদি বলো, আমরা সৈনিকরা বিষপান করেও লড়ছি, অপ্রিয় হচ্ছি। যারা দল, সরকারকে গালমন্দ করছে, পেশা ও সৌজন্যের নামে তাদের সঙ্গে আদিখ্যেতা করি না।"
.@idevadhikari
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 7, 2024
দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট।
যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও।
আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ। pic.twitter.com/7rZOcYIvTD
দেব,
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 7, 2024
দিদি যে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, সেটা ছবিতেই স্পষ্ট। উদ্বোধন দুবার হয় না। দুটো যন্ত্র এলেও হয় না।
আর চলতি পরিস্থিতির কথা যদি বলো, আমরা সৈনিকরা বিষপান করেও লড়ছি, অপ্রিয় হচ্ছি। যারা দল, সরকারকে গালমন্দ করছে, পেশা ও সৌজন্যের নামে তাদের সঙ্গে আদিখ্যেতা করি না। https://t.co/z0rToqkktK pic.twitter.com/8LHhJnGVbC
আরও পড়ুন- RG Kar Case: সন্দীপদের শোকজ-সাসপেন্ড, এবার মেডিক্যাল কাউন্সিল ভেঙে ফেলার দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের
কুণালকেও পাল্টা জবাব দেবের...
এক্স হ্যান্ডলে দেব লিখেছেন, "নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপারস্পেশিটি হাসপাতালে ডায়ালিসিস এর পরিষেবা আরম্ভ হয়ে গেছে, এখন আর আপনাদের কোনো বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনও হাসপাতালে ছুটে যেতে হবেনা এবং সিটি স্ক্যান এর পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে। সবার মঙ্গল হোক! 🙏🏻"
আরও পড়ুন- Subodh Sarkar: আরজি কর ইস্যুতে মুখ খুললেন মমতা ঘনিষ্ঠ কবি সুবোধ সরকার, স্পষ্ট করলেন অবস্থান
আরও পড়ুন- Eastern Rail: শহরতলির পরিবহণের 'প্রাণভোমরা' লোকাল ট্রেন, বিরাট ভরসার যান নিয়ে অসাধারণ তথ্য রেলের
নমস্কার কুণাল দা,
— Dev (@idevadhikari) September 7, 2024
আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন।
এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই… https://t.co/FDV8o5bN7Y