Advertisment

RG Kar Protest: আরজি কর কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি, রাজভবন অভিযানে প্রবীণ-নবীন চিকিৎসক-নার্সরা

Kolkata Doctor Rape and Murder Case: আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। দিকে দিকে চলছে আন্দোলন-প্রতিবাদ-বিক্ষোভ। শনিবার ফের একবার আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে পথে চিকিৎসক ও নার্সরা। রাজভবন অভিযানে সামিল বহু সাধারণ মানুষও।

author-image
IE Bangla Web Desk
New Update
Doctors and nurses march to Raj Bhavan to protest against RG Kar case, রাজভবন অভিযানে চিকিৎসক ও নার্সরা, আরজি কর কাণ্ডের প্রতিবাদ

রাজভবন অভিযানে চিকিৎসক ও নার্সরা।

RG Kar Case: আরজি কর কাণ্ডে এবার রাজভবন অভিযানে চিকিৎসক ও নার্সরা। নির্যাতিতার নৃশংস মৃত্যুর বিচার চেয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজভবন অভিযান। আরজি কর কাণ্ডে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ দাবি চিকিৎসক ও নার্সদের। শনিবার কলকাতার NRS মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু রাজভবন অভিযান। জুনিয়র চিকিৎসক ও নার্সদের সঙ্গে অভিযানে বহু প্রবীণ চিকিৎসক ও সাধারণ মানুষ।

Advertisment

'জাস্টিস ফর আরজি কর' স্লোগানে আবারও উত্তাল শহর কলকাতা। ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড হাতে রাজভবন অভিযানে চিকিৎসকরা। রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা কর্মসূচি আন্দোলনকারীদের। এদিনের মিছিলে বহু সাধারণ মানুষ সামিল। বিচারের দাবিতে রাজভবন অভিযানে চিকিৎসকরা। "এক মাসেও কিছুই হল না... এর একটা সমাধান চাই। এর বিচার চাই। সারা পৃথিবী এর বিচার চাইছে।" রাজভবন অভিযানে নেমে সোচ্চার চিকিৎসক-নার্সরা।

এদিনের এই অভিযানকে কেন্দ্র করে ফের একবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর। অন্যদিকে, এদিনই আরজি কর কাণ্ডের জেরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। তিন দিনের মধ্যে শোকজের জবাব তলব করা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের। সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক অবীক দে ও চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকেও সাসপেন্ড করেছে মেডিক্যাল কাউন্সিলর। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের TMCP চিকিৎসক নেতা মুস্তাফিজুর রহমানকেও। 

আরও পড়ুন- RG Kar Case: সন্দীপদের শোকজ-সাসপেন্ড, এবার মেডিক্যাল কাউন্সিল ভেঙে ফেলার দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের

আরও পড়ুন- Kunal Ghosh-Dev: 'তুমি চৈতন্যদেব সাজছো!', দেবকে বেনজির আক্রমণ কুণালের! কী উত্তর সুপারস্টারের? তৃণমূলে চুলোচুলি তুঙ্গে

তবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেও মারাত্মক অভিযোগ এনেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। চিকিৎসকদের এই সংগঠনের নেতা মানস গুমটা বলেন, "এদের পিছনে আরও বড় মাথা আছে। শুধু এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা যথেষ্ট নয়। মাথা পর্যন্ত পৌঁছোতে হবে। সবাইকে বিচারের আওতায় আনতে হবে। গোটা দেশ রাস্তায় নেমেছে। এদের অনেকেই এথিক্স কমিটির লোক ছিলেন, মেডিক্যাল কাউন্সিল দখল করেছিলেন। তাই অবিলম্বে এই মেডিক্যাল কাউন্সিল ভেঙে ফেলতে হবে। নির্বাচন করতে হবে। এই তিনজনের বিরুদ্ধে যে ব্যবস্থা হয়েছে, তাতে খুশি হলেও প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা চাই। এরা চিকিৎসক সমাজের কলঙ্ক।"

আরও পড়ুন- Subodh Sarkar: আরজি কর ইস্যুতে মুখ খুললেন মমতা ঘনিষ্ঠ কবি সুবোধ সরকার, স্পষ্ট করলেন অবস্থান

RG Kar Case protest cv ananda bose
Advertisment