Durgapuja 2024 : বুর্জ খলিফা থেকে শুরু করে মালয়েশিয়ার টুইন টাওয়ার, আলোর ঝলকানি দুর্গাপুজোর থিমে বিগত কয়েকবছর ঝড় তুলেছে কল্যাণীর আইটি মোড়ের লুমিনাস ক্লাব। এবার পুজোয় তাদের বড় চমক থাইল্যান্ডের বিখ্যাত অরুণ ওয়াট মন্দির। ১৫০ ফুট উচ্চতা বিশিষ্ট এই মণ্ডপে ঢুকে অপরুপ কারুকার্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
৩২ তম বর্ষে দর্শনার্থীদের জন্য সেরা চমক নিয়ে এসেছে কল্যাণীর আইটি মোড়ের লুমিনাস ক্লাব দুর্গাপুজো। আজ মহালয়া। পুজো আসতে হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। চারিদিকে পুজো পুজো গন্ধ। চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি। এই আবহে আজ মহালয়ার দিনই এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
থিমের চমকে কলকাতাকে দীর্ঘদিন ধরেই টেক্কা দিচ্ছে জেলার পুজোর। তার মধ্যে বিগত প্রায় বেশ কয়েকবছর ধরে নজর কেড়েছে কল্যাণীর আইটিআই মোড়ের পুজো। এবারও নেই তার কোন ব্যতিক্রম। দর্শনার্থীদের জন্য রয়েছে চমকের ছড়াছড়ি। মন্ডপ জুড়ে রয়েছে ঝিনুকের অপরুপ শিল্পকর্ম।
দেবীপক্ষে প্রতিবাদী মহিলাদের 'গায়ে হাত', দুপুরে জুনিয়ার ডাক্তারদের ডাকে রাজপথে 'জনগর্জন'
কলকাতার সঙ্গে থিমে রীতিমত টেক্কা দিচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের পুজো। যেখানে মুহূর্তে আপনি পৌঁছে যাবেন থাইল্যাণ্ডে। প্রতিবারের মত এবারের থিমে লাখো দর্শনার্থীদের মন জয় করবে তাদের পুজোর থিম, আশাবাদী উদ্যোক্তারা। থাইল্যান্ডের বিখ্যাত অরুণ ওয়াট মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপটি। উচ্চতাইয় মন্ডপটি ১৫০ ফুটের আশেপাশে। মূল মন্দিরের একটি মূল চূড়া-সহ মোট পাঁচটি চূড়া থাকলেও কল্যাণী আইটিআই মোড়ের মণ্ডপে সেজে উঠেছে সুউচ্চ ৩টি চূড়ায়। সোনার গয়নায় সাজানো হবে প্রতিমাকে। মণ্ডপের ভেতরেও তাক লাগানো কারুকার্য এবং আলোর অপূর্ব ঝলকানি।
কবে,কোথায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী? উৎসবের আমেজেও প্রতিবাদমুখর কলকাতা
পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রতি বছরেই দর্শকদের জন্য থাকে নিত্যনতুন চমক। এ বারেও দর্শকরা আমাদের মণ্ডপ দেখে মুগ্ধ হবেন। দুর্গাপুজো উপলক্ষ্যে থিমের চমক দেখতে পার্শ্ববর্তী জেলা তো বটেই, আশেপাশের রাজ্য থেকেও প্রচুর আসেন আমাদের এই মন্ডপে। তবে এবারের ভিড় অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলেই আশা। মহালয়ার দিন এই পুজোর ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী করলেও আগামী ৪ অক্টোবর থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খুলে দেওয়া হবে।