/indian-express-bangla/media/media_files/CxI62mmZk6XtP2n6IvDQ.jpg)
মহালয়ার রাতে শ্রীভূমির পুজোমণ্ডপে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের।
Durga Puja 2024: শারদোৎসব শুরু পুরোদমে। মহালয়ার (Mahalaya) রাতেই কলকাতার শ্রীভূমির পুজোমণ্ডপে উপচে পরা ভিড় দর্শনার্থীদের। বুধবার রাতেই কাতারে কাতারে মানুষ ঢল জমিয়েছিলেন শ্রীভূমির মণ্ডপে। তাঁরাই যেন জানান দিয়ে গেলেন পুজো শুরু পুরোদমে। দুর্গাপুজোর পরের দিনগুলিতে প্রবল ভিড় এড়াতে আগেভাগে মহালয়ার রাতেই শ্রীভূমির পুজোয় উৎসবপ্রেমী বাঙালির ঢল।
তিলোত্তমা মহানগরীতে একের পর এক তাক লাগানো পুজোমণ্ডপ প্রতিবারই নজর কাড়ে। কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sribhumi Sporting Club ) দুর্গা পুজো (Durga Puja 2024)। এ পুজোর প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এই বছর তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রীভূমির পুজোমণ্ডপ। মণ্ডপ ঘিরে অভিনব আলোকসজ্জা এবারও নজর কাড়ছে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এ বছর ৫২ বছরে পা দিয়েছে। মহালয়ার আগের দিন শ্রীভূমির পুজো উদ্বোধন করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমিতে ভিড় নিয়ে মুখ্যমন্ত্রীও রীতিমতো সতর্ক করেছেন পুজো উদ্যোক্তাদের। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করে যাওয়ার ঠিক পরের দিনেই লেকটাউনের এই বিখ্যাত পুজোয় উপচে পরা ভিড় দর্শনার্থীদের।
আরও পড়ুন- Maldah Incident: পরকীয়ার জেরে মহিলা-পুরুষের হাত বেঁধে মারধর, পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী
মহালয়া আগের রাতেই শ্রীভূমির এই বিপুল ভিড় দেখে রীতিমতো সতর্ক প্রশাসনও। পুজোর দিনগুলিতে কলকাতার এই বিখ্যাত পুজোয় ভিড় যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। সেই মতো পর্যাপ্ত সুরক্ষারও বন্দোবস্ত করা হচ্ছে। পুজো উদ্যোক্তাদের সঙ্গেও এব্যাপারে বারবার আলোচনায় পুলিশ প্রশাসন।