WB Govt New Scheme:শনিবারই শুরু রাজ্যের বাম্পার প্রজেক্ট! কী কী সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ?

Mamata Banerjee: শনিবার থেকেই শুরু রাজ্যের নতুন প্রকল্পের কাজ। রাজ্যজুড়ে এই নয়া প্রকল্পের কাজে জোরদার তৎপরতা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: শনিবার থেকেই শুরু রাজ্যের নতুন প্রকল্পের কাজ। রাজ্যজুড়ে এই নয়া প্রকল্পের কাজে জোরদার তৎপরতা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল ২ অগাস্ট অর্থাৎ শনিবার থেকে শুরু রাজ্যের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' নামে নতুন প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। দিন কয়েক আগেই নবান্নে সাংবাদিক বৈঠক করে নতুন এই প্রকল্পের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সরকারি পরিষেবা একেবারে বুথ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়াই নতুন এই কর্মসূচির লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে ভার্চুয়াল মাধ্যমে নতুন এই প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন এই প্রকল্পে যাতে কোনও ধরনের ঢিলেমি না আসে সে ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

আগামিকাল শনিবার থেকে শুরু করে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি চলবে রাজ্যজুড়ে। তিনটি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প বা শিবির করা হবে। সাধারণ মানুষ সেই শিবিরগুলিতে আসবেন ও তাঁদের সমস্যার কথা জানাবেন। শিবিরে থাকা সরকারি আধিকারিকরা সেই সব সমস্যা শুনে তা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। রাজ্যজুড়ে এই সব ক্যাম্পগুলিতে স্থানীয় জন প্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিকরা থাকবেন।

Advertisment

আরও পড়ুন- Kolkata news live updates:'আমি কাজ করব, দেখি কার কত দম', দলের বিধায়কের উপর রেগে কাঁই রচনা

এলাকার বাসিন্দারা ওই সব শিবির গুলিতে গিয়ে তাঁদের সমস্যার কথা জানাবেন। পরে সরকারি আধিকারিকরা সেই সব এলাকায় গিয়ে সমস্যার প্রকৃত ছবিটা দেখে আসবেন। তারপর আলোচনার মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যার সমাধানে তৎপর হবে প্রশাসন। 

আরও পড়ুন- Amartya Sen:ভিনরাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে সরব অমর্ত্য সেন, নোবেলজয়ী অর্থনীতিবিদের মন্তব্য জোর চর্চায়!

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে প্রতিটি বুথের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। নতুন এই প্রকল্পের জন্য রাজ্যের কোষাগার থেকে ৮০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। পাড়ায় পাড়ায় ছোটখাটো রাস্তা তৈরি, সেতু মেরামতি, স্কুলের উন্নয়ন, পানীয় জলের কস বসানো সহ কাজগুলি হবে এই প্রকল্পের মাধ্যমে। একেবারে স্থানীয় স্তরের সমস্যা মেটাতেই রাজ্যের নতুন এই তৎপরতা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন- LPG price cut:পুজোর মুখেই বাম্পার সুখবর! মাসের শুরুতেই কমে গেল রান্নার গ্যাসের দাম

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত নতুন এই প্রকল্প ভোটের ময়দানে শাসকদল তৃণমূলকে বাড়তি মাইলেজ দিতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। নয়া এই প্রকল্পের মাধ্যমে একদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা যেমন বাড়তি জনসংযোগের সুযোগ পাবেন, তেমনই চটজলদি স্থানীয় স্তরের সমস্যা সত্যিই মিটলে সাধারণ মানুষের কাছেও সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করছেন কেউ কেউ।

Bengali News Today CM Mamata banerjee