Bhai Phonta 2025:হাসপাতালে ভাইফোঁটা! আহত সাংসদ খগেন মুর্মুর কপালে ফোঁটা দিলেন বিধায়ক শ্রীরূপা

Khagen Murmu-Sreerupa Mitra Chowdhury:শিলিগুড়ির হাসপাতালে ভর্তি মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ভাইফোঁটা দিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। হামলায় আহত সাংসদের দ্রুত আরোগ্য কামনা।

Khagen Murmu-Sreerupa Mitra Chowdhury:শিলিগুড়ির হাসপাতালে ভর্তি মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ভাইফোঁটা দিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। হামলায় আহত সাংসদের দ্রুত আরোগ্য কামনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Khagen Murmu, Sreerupa Mitra Chowdhury, Malda BJP MP, Englishbazar MLA, hospital visit, Bhai Phonta 2025, North Bengal, BJP West Bengal news, injured MP, emotional moment,খগেন মুর্মু, শ্রীরূপা মিত্র চৌধুরী, মালদা উত্তর, বিজেপি সাংসদ, ইংরেজবাজার বিধায়ক, ভাইফোঁটা, হাসপাতাল, শিলিগুড়ি, আহত সাংসদ, উত্তরবঙ্গ সংবাদ

Bhai Phonta 2025: সাংসদ খগেন মুর্মুকে ভাইফোঁটা দিচ্ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী।

উত্তরবঙ্গের দুর্যোগ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হওয়ার পর এখনও শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মালদা উত্তরের BJP সাংসদ খগেন মুর্মু। বৃহস্পতিবার সকালে হাসপাতালে গিয়ে তাঁকে ভাইফোঁটা দিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। আহত সাংসদের কপালে ফোঁটা দিয়ে দিদির মতো যত্নে আশীর্বাদ করলেন তিনি।

Advertisment

উল্লেখ্য, কয়েকদিন আগে উত্তরবঙ্গের নাগরাকাটা এলাকায় দুর্গতদের ত্রাণ বিলি করতে গিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানেই হঠাৎই হামলা হয় তাঁদের উপর। স্থানীয় কিছু দুষ্কৃতীর হামলায় নাকে গুরুতর আঘাত পান খগেন মুর্মু। এমনকী তাঁর চোখের নিচের হাড় ভেঙে যায় বলেও চিকিৎসকেরা জানিয়েছেন। ঘটনার পরই তাঁকে দ্রুত শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।

আরও পড়ুন- West Bengal news Live Updates: ভাইফোঁটার সকালে দুলে উঠল পৃথিবী, প্রবল কম্পনে তুমুল আতঙ্ক ভারতে

Advertisment

বৃহস্পতিবার সকালে আহত সাংসদকে দেখতে হাসপাতালে যান ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। ভাইফোঁটার দিন হওয়ায় স্নেহভরে সাংসদের কপালে ফোঁটা দিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ভাইফোঁটা দিয়ে সাংসদের হাত ধরে শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, “আমাদের দাদা খুব সাহসী মানুষ। খুব শিগগিরই সুস্থ হয়ে ফিরবেন, এই কামনাই করি।”

আরও পড়ুন-Kolkata News:SSKM হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি, অভিযোগ মিলতেই দ্রুত পদক্ষেপ, গ্রেফতার অভিযুক্ত

দলের অন্যান্য নেতা-কর্মীরাও খগেন মুর্মুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিজেপির জেলা নেতৃত্ব জানিয়েছে, “এমন নৃশংস হামলা রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক।”

আরও পড়ুন-Bhai Phonta 2025:পুজো-পার্বণে সৃজনশীল মুখ্যমন্ত্রী, এবার ভাইফোঁটায় নতুন গানের উপহার

 অন্যদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, সাংসদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। বর্তমানে হাসপাতালে দলের একাধিক সদস্য তাঁর দেখভাল করছেন।

Sreerupa Mitra Chowdhury Khagen Murmu Bhai Phonta 2025