New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/bjp1.jpg)
প্রতীকী ছবি।
BJP MLA: আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে অলআউট ঝাঁপানোর পরিকল্পনা গেরুয়া দলের। তারই মাঝে এবার বিজেপিরই এক বিধায়কের এমন সিদ্ধান্তে তুঙ্গে চর্চা।
প্রতীকী ছবি।
BJP MLA Manoj Kumar Oraon posts on social media seeking removal from all party posts: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। জেলায়-জেলায় ঘুরে দলের সংগঠন শক্তিশালী করার কাজে জোরদার তৎপরতা চালাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। এই আবহে এবার BJP-রই এক বিধায়ক দলের সমস্ত পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর পোস্টে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের প্রসঙ্গও রয়েছে।
উত্তরবঙ্গ বরাবরই গেরুয়া দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এবার সেই উত্তরবঙ্গেই বিজেপির এক বিধায়ক দলের সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দলের সব পদ থেকে সরে যাওয়া কথা জানিয়েছেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও (Manoj Kumar Oraon)।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লিখেছেন, "শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান প্রান লাগিয়ে দিচ্ছে। কয়েকজন নেতৃত্ব ব্যাক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠে পরে লেগেছে।কিন্তু কয়েকজন সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাদের পছন্দের বিরুদ্ধে চাটুকারিকেই প্রধান্য দিচ্ছে । আলিপুরদুয়ার জেলায় নির্বাচনে দলের রেজাল্ট খারাপ হলে এর দায় তাদেরই নিতে হবে। এই পরিবেশে দলের কোন দায়িত্বে থাকতে পারছি না।তাই সব দলীয় পদ থেকে অব্যহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসাবে বিজেপিতে থাকবো। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।"
আরও পড়ুন- Arjun Singh: আবারও বড়সড় অস্বস্তিতে অর্জুন সিং, BJP নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গে বিজেপিতে বড়সড় ভাঙনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছিলেন, আগামী বছরের বিধানসভা ভোটের আগে শুধু উত্তরবঙ্গে ১২ থেকে ১৪ বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও রবীন্দ্রনাথ ঘোষ কোনও বিজেপি নেতার নাম তখন নেননি।
এক্ষেত্রে অবশ্য মনোজ কুমার ওঁরাও বিজেপি ছাড়ার কথা জানাননি। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের উপরে তাঁর অগাধ আস্থা থাকলেও আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্বের ওপর তাঁর আস্থা নেই। তাঁর কথা অনুযায়ী, বিজেপিতে সাধারণ কর্মী হিসেবেই তিনি থাকছেন। তবে দলের কোনও পদে তাঁর থাকার ইচ্ছা নেই।